স্থানীয় সংবাদ
ডুমুরিয়ায় ইউপি সদস্য আটক

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুুরিয়া থানা পুলিশের অভিযানে ইউপি সদস্য মনোজ সরকার (৩৮) আটক হয়েছেন। তিনি উপজেলার মাগুরখালি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং রবীন্দ্রনাথ সরকারের ছেলে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাতে তার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ রানা জানান, থানা পুলিশের চলমান অভিযানে মাগুরখালি ইউনিয়নের মেম্বর মনোজ সরকারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে উপজেলার শোভনা এলাকায় একটি রাজনৈতিক মামলা ছিল। ওই মামলায় বৃহস্পতিবার দিবাগত রাতে শেখের ট্যাকস্থ তার নিজ বাড়ি হতে তাকে আটক করা হয় এবং সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।