বিনোদন

ওটিটিতে মুক্তি পেলো বুবলী ও রাজের ‘দেয়ালের দেশ’

ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী ও শরীফুল রাজের ‘দেয়ালের দেশ’ সিনেমাটি গত বছর রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। সেই সময় সিনেমাটির গল্প, অভিনয়, গান ও ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা করেছিলেন দর্শক-সমালোচকরা। সরকারি অনুদানপ্রাপ্ত দেয়ালের দেশ-এর গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা মিশুক মনি। মিস্ট্রি ও রোমান্স ঘরানার সিনেমা দেয়ালের দেশ। এতে নহর চরিত্রে বুবলী ও বৈশাখ চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ। তাদের অন্যরকম এক প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। এ প্রেম সত্যি অন্যরকম, সিনেমায় যার শুরু হাসপাতালের মর্গ থেকে। এ তারকা জুটির অভিনয়ের দারুন প্রশংসা করেছেন সিনেমাপ্রেমী দর্শকরা। আর পরিচালক মিশুক মনি তার প্রথম সিনেমাতেই মুনশিয়ানা দেখিয়েছেন। দর্শকদের কাছে তিনি আলাদা বৈশিষ্ট্য তৈরি করে নিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে ‘দেয়ালের দেশ’ সিনেমাটি এবার মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। দেশ-বিদেশের সিনেমাপ্রেমী দর্শকদের কথা চিন্তা করে নির্মাতা সিনেমাটি মুক্তি দিয়েছেন। গত বৃহস্পতিবার থেকে দর্শকরা চরকি প্ল্যাটফর্মে সিনেমাটি দেখতে পাচ্ছেন। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছিল এ সিনেমাটির ট্রেলার। সেখানে নিশ্চিত করা হয়েছিল মুক্তির তথ্যটি, যার ক্যাপশনে লেখা ছিল- জীবন আর সম্পর্কের মাঝে মহাকালের মতো দাঁড়ানো এক মৃত্যুর দেয়াল। অভিনেত্রী শবনম বুবলী ও শরীফুল রাজ ছাড়াও অভিনয় করেছেন শাহাদাত হোসেন, জিনাত সানু স্বাগতা, আজিজুল হাকিম, সাবেরী আলম, শমপ্তি মাশুক, একে আজাদ সেতু, দীপক সুমন প্রমুখ। চরকিতে সিনেমাটি মুক্তি নিয়ে নির্মাতা মিশুক মনি বলেন, আমার মনে হয়েছে ‘দেয়ালের দেশ’ সিনেমাটির দর্শক আর চরকির দর্শকের মিল রয়েছে। সিনেমা রিলিজের পর থেকেই প্রতিদিন বিভিন্ন মাধ্যমে বহু মানুষ দেয়ালের দেশ দেখার আগ্রহের কথা জানিয়েছেন। তিনি বলেন, খানিকটা দেরিতে ওটিটিতে মুক্তি পাচ্ছে। তবু এটা ভেবে ভালো লাগছে যে, আরও বড় পরিসের সিনেমাটি ছড়িয়ে যাবে। দেশ-বিদেশের দর্শকরা এখন সহজেই সিনেমাটি দেখতে পারবেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button