স্থানীয় সংবাদ

খুবিতে শহিদ মীর মুগ্ধ’র স্মরণে বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার ঃ জুলাই গণঅভ্যুত্থানে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মরণে খুলনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্ম ‘কেইউ ইনসাইডার্স’-এর উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এবং ৪র্থ একাডেমিক ভবনের পাশের খালি জায়গায় বিভিন্ন জাতের ফলজ ও ফুল গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শহিদদের স্মরণে এমন পরিবেশবান্ধব উদ্যোগ প্রশংসনীয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতেও সহায়ক হবে। তারা গত বছরও গাছ রোপণ করেছিলো এ বছরও করছে বিষয়টি আনন্দদায়ক।’ তিনি কেইউ ইনসাইডার্সের ভূমিকার প্রশংসা করে বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে কেইউ ইনসাইডার্স অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা বিভিন্ন সময় ক্যাম্পাসের বিভিন্ন অসংগতি তুলে ধরে। তার পাশাপাশি তাদের এই সামাজিক কাজ আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি তাদের উত্তরোত্তর সফলতা কামনা করি এবং তারা বস্তুনিষ্ঠ খবর প্রচার করবে সেই আশা থাকবে।’ বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে কেইউ ইনসাইডার্সের এডমিন আল মামুন বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের সবার মাঝে পরিচিতি শুরু হয়। আর সেই অভ্যুত্থানে আমরা আমাদের ভাই মুগ্ধকে হারাই। মুগ্ধ ভাইকে দেখেছি অনেক সামাজিক কাজ করতেন। তাই আমরা সেই জায়গা থেকে পরিকল্পনা করি যে ভাইয়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে ভাইকে অন্যভাবে স্মরণ করব।’ তিনি আরও জানান, সম্প্রতি আমাদের ক্যাম্পাসে বেশ কিছু গাছের মৃত্যু হওয়ায় আমরা লক্ষ্য করি ক্যাম্পাসের তাপমাত্রা অনেক বৃদ্ধি পেয়েছে যা আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য কষ্টদায়ক। তাই আমাদের এই প্রচেষ্টার লক্ষ্য হলো ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নতুন চারা রোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনা।’ এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, এস্টেট শাখা প্রধান এস এম মোহাম্মদ আলী, রেজিস্ট্রারের সচিব শেখ আফসার উদ্দিন, খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আলকামা রমিন ও সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম এবং ‘কেইউ ইনসাইডার্স’-এর মূল এডমিন আল মামুনসহ এডমিন প্যানেলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বৃক্ষরোপণের পর শহিদ মীর মুগ্ধসহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button