স্থানীয় সংবাদ
মোংলায় ডেভিল হান্ট অপারেশনে যুবলীগ নেতা মামুন গ্রেফতার

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ ডেভিল হান্ট অপারেশনে মোংলায় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মো: আব্দুলাহ আল মামুনকে গ্রেফতার করেছে মোংলা থানা পুলিশ।
শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের মুসলিমপাড়ার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক যুবলীগ নেতা মামুন শেখের বিরুদ্ধে জাহাজে চোরাচালানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক-জুয়া ও অবৈধ বালু ব্যবসাসহ এলাকায় সন্ত্রাসী কার্যকলাপের অসংখ্য অভিযোগ রয়েছে বলে জানান মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ডেভিল হান্ট অভিযানে আটক যুবলীগ নেতা মামুনকে শনিবার রাতে পৌর শহরের তার নিজ এলাকা থেকে আটক করা হয়েছে। মামুনকে আজ রোববার (২০ জুলাই) সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।