চুলকাটিতে ছিনতাইয়ে ব্যর্থ হয়ে মোটরসাইকেল রেখে পালালো ছিনতাইকারীরা

চুলকাটি প্রতিনিধি ঃ বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ব্যর্থ হয়ে মোটরসাইকেল রেখে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ভোর পর্যন্ত চলে উঠতি তারুণদের গাড়িতে বসেই চলে মাদকসেবন, চোর-ছিনতাইকারী ও ইভটিজারদের দৌরাত্ম্য, তবে স্বস্তির নিশ্বাস ফেলার এ এলাকায় এখন অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে। মাদকসেবন, ছিনতাই, ইভটিজিংসহ নানা অপরাধও দিনকে দিন ছড়িয়ে পড়েছে। স্থানীয় ব্যবসায়ী, বাসিন্দা এবং ঘুরতে আসা লোকজন তাদের দুর্ভোগ ও নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন গণমাধ্যমকর্মীদের। শুক্রবার (২৫ জুলাই) ভোর ৬ টার সময় চুলকাটি বাজার নামকস্থানে মোটরসাইকেল যোগে ছিনতাইকালে ব্যর্থ হয়ে ছিনতাইকারীর সদস্যরা পালিয়েছে। স্থানীয়দের সুত্রে জানা যায় ছিনতাইকালে জনতার ধাওয়া খেয়ে মোটর সাইকেল রেখে অজ্ঞাতনামা ৩ জন পালিয়ে যায়। এব্যাপারে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ বিএম আলমগীর হোসেন এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন আটককৃত মোটরসাইকেলটি ইয়াহামা এফ জেড ভার্সন-২, যার নং-(বাগেরহাট-ল/১১-৯৭১৭) গাড়িটি পুলিশ হেফাজতে রয়েছে এবং ঘটনাটি আইনি প্রক্রিয়ধীন হয়েছে বলে জানাযায়।