খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় ফ্যাসিস্ট পিন্টুর জামিন না মঞ্জুর

# পাঁচ দিনের রিমান্ডের আবেদন #
স্টাফ রিপোর্টার ঃ অবশেষে নগরীর কাশিপুরের বিএনপি নেতা রিয়াজকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় শ্যোন এ্যারেষ্ট দেখানো ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফ্যাসিস্ট সুলতান মাহমুদ পিন্টুর জামিন না মঞ্জুর করা হয়েছে। রবিবার পিন্টু ও আরমান জামিনের জন্য আবেদন করেন। শুনানী শেষে আদালত তাদের জামিন না মঞ্জুর করেন বলে বাদীর আইনজীবী এড. কবিরুল ইসলাম সাগর। তিনি জানান, আদালত শুনানীর জন্য পরবর্তী দিন ধার্য করেছেন ৩০ জুলাই। ওই দিন রিমান্ডের আবেদনেরও শুনানী হবে বলে তিনি জানান। এদিকে বিএনপি নেতা রিয়াজকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় পিন্টুসহ দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। আগামী ৩০ জুলাই ওই আবেদনের শুনানী হবে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা খুলনা ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর পুলিশ পরিদর্শক মোঃ ইকবাল হোসেন জানান। তিনি বলেন, পিন্টুসহ দু’জনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়। অন্যজন হলো আরমান মোল্লা ওরফে দিপু(২৭)। আরমান মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা আসাদুজ্জামান ওরফে মিঠুর ছেলে। ১৬৪ ধারা জবানবন্দিতে গ্রেফতারকৃত অন্য আসামী আরমানের নাম বলেছে বলে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হলো। এ মামলায় এ যাবৎ ৫/৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২০ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর হাকিম আদালতে এ আবেদন করেন। যার দৌলতপুর থানার মামলা নং-১৩, তারিখ-০৮/০৯/২০২২, ধারা-৩২৬/৩০৭ পেনাল কোড। ওই আবেদনে উল্লেখ করা হয়, বিএনপি নেতা শেখ রিয়াজ শাহেদকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনার সাথে জড়িত সন্দিগ্ধ আসামী সাবেক কাউন্সিল পিন্টু ওরফে সুলতান মাহমুদ পিন্টু (৫১) ও রায়হান মোল্লা। পিন্টু ফুলতলা থানার মামলায় আদালতে আত্মসমর্পন করে আদালতে সি/ডব্লিউ মূলে বর্তমানে জেল হাজতে আটক আছে। অত্র মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, গত ৬ সেপ্টেম্বর’২২ রাত ৯টার সময় বাদী রিয়াজ শাহেদ মোটর সাইকেল যোগে তার ব্যবসা প্রতিষ্ঠান হতে বাসার উদ্দেশ্যে রওনা করে বিএল কলেজের পৌছিলে অজ্ঞাতনামা আসামীরা মোটর সাইকেল যোগে পিছন দিক থেকে এসে রিয়াজ সাহেদকে লক্ষ্য করে গুলি করলে উক্ত গুলি তার ডান হাতে লেগে জখম হয়ে মাটিতে পড়ে যায়। স্থানীয় লোকজন ভিকটিম রিয়াজকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। প্রাথমিকভাবে তদন্তকালে ফ্যাসিস্ট পিন্টু ওরফে সুলতান মাহমুদ পিন্টু’র বিরুদ্ধে বাদী ও ভিকটিমকে গুলি করে হত্যার চেষ্টার সাথে জড়িত থাকার স্বপক্ষ্যে প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে মামলার ঘটনা সংক্রান্তে সন্দিগ্ধ উক্ত আসামী পিন্টু’কে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার মূল রহস্য উদঘাটিত হবে। সে কারণে খুলনা জেলার জেলহাজতে আটককৃত পিন্টু’ ও রায়হানকে উক্ত মামলায় পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা জানান। ভিকটিম শেখ রিয়াজ শাহেদ ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক ও বর্তমানে খালিশপুর থানা বিএনপির সদস্য। তিনি বলেন, সুলতান মাহমুদ পিন্টু আওয়ামীলীগ আমলে শেখ পরিবারের ক্যাশিয়ারের দায়িত্ব পালন করতো। শেখ বাড়ির নাম ভাঙ্গিয়ে খুলনার তেল সেক্টরটা দখল করে নেন। যা এখনও বহাল রয়েছে। তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে পিন্টু বিএনপির অফিস ভাংচুর মামলায় কারাগারে রয়েছে। গত ২১ মে তিনি আদালতে আতœসমার্পন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। সেই থেকে এখনও তিনি কারাগারে রয়েছেন।