আন্তর্জাতিক
যুদ্ধ বিরতির প্রথম দিনে গাজায় পৌঁছেছে ১২০ ট্রাক ত্রাণ

প্রবাহ ডেস্ক: যুদ্ধে আংশিক বিরতির প্রথম দিনে জাতিসংঘ এবং সহায়তা সংস্থাগুলো গাজা উপত্যকায় ১২০ টিরও বেশি ট্রাক ভর্তি খাদ্য সহায়তা বিতরণ করেছে।জেরুজালেম থেকে গতকাল বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। রোববার, ইসরাইল গাজার কিছু এলাকায় সামরিক হামলা ‘কৌশলগত’ বিরতি ঘোষণা করেছে এবং ত্রাণের জন্য নিরাপদ রুট খোলার প্রতিশ্রুতি দিয়েছে এবং মানবিক গোষ্ঠীগুলোকে খাদ্য বিতরণ বাড়ানোর আহ্বান জানিয়েছে। ফিলিস্তিনি ভূখ-ে বেসামরিক বিষয় তত্ত্বাবধানকারী ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কো-অর্ডিনেটর অব গভার্নমেন্ট অ্যাক্টিভিটিজ ইন দ্য টেরিটোরিস (কোগ্যাট) গতকাল এক্স-এ এক পোস্টে জানিয়েছে, গতকাল জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো ১২০ ট্রাকেরও বেশি ত্রাণ সংগ্রহ এবং বিতরণ করেছে’।



