স্থানীয় সংবাদ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শার্শার জাহিদসহ তিন বাংলাদেশির মৃত্যু : আহত ২

বেনাপোল প্রতিনিধি ঃ মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশের তিন প্রবাসী শ্রমিক। নিহতদের একজন যশোরের শার্শা থানার নিজামপুর ইউনিয়নের মানিক আলী গ্রামের আসানুর রহমানের ছেলে জাহিদ হাসান (২৫)। নিহত অপর দুইজনের বাড়ি সাতক্ষীরার কলারোয়া ও যশোরের মনিরামপুর উপজেলায়।
দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় শুক্রবার (১ জুলায়) রাতে, মালয়েশিয়ার একটি অভ্যন্তরীণ মহাসড়কে। নিহতদের সহকর্মীদের বরাত দিয়ে জানা গেছে, কাজ শেষে পাঁচজন একসঙ্গে বাসায় ফিরছিলেন। পথে হঠাৎ গাড়ির চাকা বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং বাকি দু’জন গুরুতর আহত হন। বর্তমানে আহতরা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন– মো. সাবের হাসান (৩০), মো. জাহিদ হাসান (২১), আবদুল্লাহ (২৪)। অন্যদিকে আহতদের মধ্যে রয়েছেন মো. হাবিব বিশ্বাস (৪৫) এবং মণীরাম চন্দ্র বাস (৪০)। তাদের চিকিৎসা চলছে কুয়ান্তানের তেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে।
জানা যায়, জাহিদ হাসান সম্প্রতি মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন জীবিকার তাগিদে। প্রথমে যে কোম্পানির মাধ্যমে তিনি সেখানে যান, সে প্রতিষ্ঠানে দুই-তিন মাস কাজ করার পর হঠাৎই তাকে অন্য কোম্পানিতে ট্রান্সফার করে দেওয়া হয়। সেখান থেকেই কাজ শেষে বাসায় ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মালেশিয়া পুলিশ জানায়, গাড়ির চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না, যা দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছে। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান জানান, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে লাশটি দ্রুত দেশে নিয়ে আসার জন্য উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবেন বলে তিনি জানান। এই মর্মান্তিক দুর্ঘটনায় জাহিদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা প্রিয়জনের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button