আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় কারাকাসে বোমা হামলার হুমকি প্রতিহত করল পুলিশ

প্রবাহ ডেস্ক : ভেনেজুয়েলার কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে যে তারা রাজধানী কারাকাসের কেন্দ্রে বিরোধী রাজনৈতিক গোষ্ঠীর পরিকল্পিত একটি বোমা হামলা প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী ও দেশটির শাসক দলের প্রভাবশালী নেতা দিয়োসদাদো কাবেলো এক সংবাদ সম্মেলনে জানান, রাজধানী কারাকাসের বাণিজ্যিক এলাকা প্লাজা ভেনেজুয়েলায় থেকে পুলিশ তিন কেজি (৬.৬ পাউন্ড) ডাইনামাইট ভর্তি একটি ব্যাগ উদ্ধার করেছে। ক্যাবেলো রাষ্ট্রীয় গণমাধ্যমের সাংবাদিকদের বলেন, ‘সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ‘সন্দেহভাজন ওই লোকটি সেখানে বোমা রাখতে ও জনতাকে উড়িয়ে দিতে গিয়েছিল। এছাড়াও ঘটনার সাথে জড়িত আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি। ক্যাবেলো অভিযুক্ত বোমা হামলাকারীর একটি ভিডিও দেখিয়ে বলেন, তিনি এলাকায় একটি ব্যাকপ্যাক বা ‘পিঠের ব্যাগ’ বহন করার জন্য ২০ হাজার ডলার গ্রহণ করেছেন। ক্যাবেলো বিরোধীদের দোষারোপ করে পুলিশ স্টেশন, বিনোদনমূলক স্থান এবং গ্যাস স্টেশনের মতো জায়গায় ‘সহিংসতা সৃষ্টির’ জন্য তাদের অভিযুক্ত করেন। ক্যাবেলো বলেন, ‘বিরোধীরা নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্টকে অপসারণ করতে পারেনি। বিপ্লবের মাধ্যমেও তারা তা করতে পারেনি। তাই তারা সহিংসতার আশ্রয় নেয়’। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার প্রায়শই বিরোধীদের বিরুদ্ধে তাকে উৎখাত বা হত্যার ষড়যন্ত্রের অভিযোগ করেন। মন্ত্রী একটি অপরাধী চক্রের চিত্র তুলে ধরে একটি চার্ট প্রদর্শন করেন। যেখানে বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো (বর্তমানে আত্মগোপনে) ও হুয়ান পাবলো গুয়ানিপা’র সঙ্গে যুক্তরাষ্ট্রের পতাকাও ছিল। গুয়ানিপার বিরুদ্ধে মাদুরো সরকার উৎখাতে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগ গত মে মাসে গ্রেফতার করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button