আইন শৃঙ্খলার মারাত্মক অবনতিতে দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের উদ্বেগ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা মহানগরীসহ দেশের দক্ষিণাঞ্চলের আইন শৃঙ্খলার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তীব্র আন্দোলন -সংগ্রাম, সীমাহীন উদ্বেগ – উৎকণ্ঠা ও আত্মত্যাগের বিনিময়ে শান্তির অন্বেষায় দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় পরিবর্তণ এসেছে। দেশের সাধারণ মানুষ আশা করেছিল, দেশের ভাগ্যাকাশ থেকে অমানিশার অন্ধকার কেটে যাবে, তদস্থলে প্রবাহিত হবে প্রশান্তির মৃদু-মন্দ সমীরণ। কিন্তু পরিবর্তিত পরিস্থিতির এক বছর কেটে গেলেও অবস্থার উন্নতিতো হয়ই নাই– বরং মানুষ আজ আতঙ্কিত, সন্ধ্যার পরে ঘর থেকে বের হতে সাহস পায় না, একের পর এক খুন, জখম, চাঁদাবাজি রাহাজানিতে মানুষ আজ ভয়ানক উদ্বিগ্ন।
দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় যাদের বেতন-ভাতা হয়, উচ্চকিত হয়ে সর্বোচ্চ পেশাদারিত্বের পরাকাষ্ঠা দেখিয়ে যাদের দায়িত্ব পালন করার কথা– সেই আইন শৃঙ্খলা বাহিনীর সীমাহীন নির্লিপ্ততায় এবং খোঁড়া অজুহাতে দেশে সৃষ্টি হয়েছে চরম উদ্বেগজনক অরাজকতা। কোন মিথ্যা আশ্বাস নয় — কেন আইন-শৃঙ্খলার দৃশ্যমান উন্নতি হচ্ছে না –সাধারণ মানুষ আজ তা পরিষ্কার জানতে চায়।
বিবৃতিদাতারা হলেন পরিষদের প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মালেক, সভাপতি শেখ মুহা. সাহেব আলি, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ রেহানা আখতার, মহাসচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, পরিষদের নেতা এডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ, অধ্যাপক এম এ মান্নান বাবলু, সাংবাদিক মিশারুল ইসলাম মনির, অ্যাডভোকেট শহিদুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।