স্থানীয় সংবাদ

মতবিনিময় সভায় জিয়াউর রহমান পাপুল গণতন্ত্র প্রতিষ্ঠায় ভোটের জন্য কাজ করুন

খবর বিজ্ঞপ্তি ঃ বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে বিএনপি’র মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহসভাপতি জিয়াউর রহমান পাপুলের উপস্থিতিতে তার খুলনার রাজনৈতিক কার্যালয় বানরগাতি অনুষ্ঠিত হয়। জলমা ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আছাবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় জিয়াউর রহমান পাপুল বলেন, দীর্ঘ ১৭টি বছর দেশের জনসাধারণ তাদের ল ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ফ্যাসিস্টরা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলো। হামলা ও মিথ্যা ভিত্তিহীন মামলা গুম-খুন আর মানুষ হত্যার মধ্য দিয়ে তার গদি টিকিয়ে রেখেছিল। এসময় তিনি আরও বলেন, বিএনপি এমন একটি দল যেখানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ নেই। চাঁদাবাজদের এই দলে কোনো ঠাঁই নেই। এ ব্যাপারে তারুণ্যের অহংকার তারেক রহমানের কড়া হুঁশিয়ারি রয়েছে। যদি বিএনপির কোনো নেতাকর্মী চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকে আর সেটা যদি প্রমাণ হয় তাহলে বিএনপি তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম, খুলনা জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান লেলিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনো। বটিয়াঘাটা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আজমল হোসেন লিটল, বটিয়াঘাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক শাকিল আহমেদ। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদক যথাক্রমে শফিকুল ইসলাম বাবু, আব্দুর রব হাওলাদার, ইয়াসিন সরদার, মামুন শেখ, আব্দুস সালাম সরদার, কামরুল ইসলাম, মনা শেখ, শহিদুল ইসলাম, শেখ সেলিম, মো: জামাল হোসেন, রবিউল ইসলাম, বাদশা ইসলাম, হাসান হাওলাদার, কামাল খলিফা, জাহাঙ্গীর শেখ, বাবুল হাওলাদার, ভজন দাস, রিপন রায়, জামাল হোসেন, মো: জাহাঙ্গীর, পিন্টু বিশ্বাস, রুহুল আমিন, খালেক কবিরাজ, হাসান হাওলাদার, মো: ফরিদ মিয়া, হিমাদ্রী গুপ্তমারী, দিলীপ গুপ্তমারী, মো: সেলিম প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button