টিসিবির পণ্য নিয়ম মেনে বিক্রি করতে হবে

রাজধানীতে দরিদ্র ও অসচ্ছল মানুষের জন্য ভ্রাম্যমাণ ট্রাকে করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হয়েছে। গত রোববার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় তেল, চিনি ও ডাল বিক্রি করে সংস্থাটি। এ দিন রাজধানীর সচিবালয়ের সামনে থেকে শুরু করে যাত্রাবাড়ী, বাড্ডা, ধোলাইখাল, দোলাইরপাড়, রামপুরাসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে করে পণ্য বিক্রি হয়েছে। প্রতিটি ট্রাক থেকে একজন ক্রেতা ২ কেজি ভোজ্যতেল, ১ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল কিনতে পেরেছেন। এর আগে টিসিবির উপ-পরিচালক মো. শাহাদাত হোসেন এক বিজ্ঞপ্তিতে জানান, স্বল্প আয়ের মানুষের সুবিধার্থে টিসিবির উদ্যোগে রবিবার থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পণ্য বিক্রির কার্যক্রম শুরু হচ্ছে। ভর্তুকি মূল্যে রাজধানীতে ৬০টি ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে। পণ্যগুলো হলো- ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল। আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত (শুক্রবার ছাড়া) পণ্য বিক্রি করা হবে। অর্থনৈতিক প্রভাব প্রতিকূল প্রভাব মোকাবিলা এবং অর্থনীতি পুনরুদ্ধারে সরকার ক্ষতিগ্রস্তদের জন্য জন্য যেসব সহায়তা কর্মসূচি নিয়েছে, তার মধ্যে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রির উদ্যোগ সর্বাপেক্ষা জনবান্ধব। কিন্তু নানা অনিয়মে সুফল পায় না টার্গেট গ্রুপসহ সাধারণ মানুষ। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ব্যাপক হারে বেড়ে যাওয়ায় জনদুর্ভোগ আরও বেড়েছে। ‘ফ্যামিলি কার্ড’ প্রদানের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহের সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সক্ষমতা যাচাই করে যথাযথ প্রাতিষ্ঠানিক প্রস্তুতি না থাকায় কর্মসূচিটি গ্রহণের ফলে বিভিন্ন পর্যায়ে সুশাসনের চ্যালেঞ্জ ছিল। এছাড়া স্বচ্ছতার ঘাটতি ও অনিয়ম-দুর্নীতিসহ পরিবীক্ষণ, নিয়ন্ত্রণ, স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতির ফলে একদিকে লক্ষিত উপকারভোগীদের বড় অংশ ফ্যামিলি কার্ড তালিকা থেকে বাদ পড়ে। আবার উপকারভোগীদের চাহিদা, পণ্য কেনার সামর্থ্য এবং প্রান্তিক জনগোষ্ঠীর অভিগম্যতা ও অন্তর্ভুক্তির বিষয়গুলো যথাযথভাবে বিবেচনা না করায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এই ইতিবাচক উদ্যোগের সুফল যথাযথভাবে পৌঁছায়নি, যা এই কর্মসূচির উদ্দেশ্যকে ব্যাহত করেছে। এই জনবান্ধব কর্মসূচির অভিযোগ নিরসন, পরিবীক্ষণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অন্যথায় দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা সম্ভব হবেনা। আমরা আশা করি, এই কর্মসূচিতে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। নিয়ম মেনে যেন টিসিবির পণ্য বিক্রি করা হয় সংশ্লিষ্টদের সে বিষয়ে গুরুত্ব দিতে হবে।