জাতীয় সংবাদ

ডা. ফারাহ দীনাকে হাজির করতে বাবা-মাকে হাইকোর্টের নির্দেশ

প্রবাহ রিপোর্ট : রাজধানীর আল-বারাকা হাসপাতালের সনোলজিস্ট ডা. ফারাহ দীনাকে আগামী ২০ আগস্ট সকাল ১১টায় হাজির করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রাজধানীর উত্তরার বাসিন্দা তার বাবা মো. দেলোয়ার হোসেন ও মা রওশন আরা দেলোয়ারকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। গতকাল বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সায়েদ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ফারাহ দীনাকে হাজির করার নির্দেশনা চেয়ে হেবিয়াস কর্পাস রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আসিফ বিন আনওয়ার। এর আগে ডা. ফারাহ দীনার পক্ষে এই হেবিয়াস কর্পাস রিট মামলা দায়ের করেন তার দুই বাল্যবন্ধু ব্যারিস্টার শারমিন লায়লা তন্বী এবং ডা. তোহফা-ই-আইয়ূব। রিট আবেদনে বলা হয়, তাদের বন্ধু ডাক্তার ফারাহ দীনা সম্প্রতি তাদের শরণাপন্ন হয়ে সাহায্য চান। তার বাবা-মা এবং স্বামী তাকে অব্যাহতভাবে জোরপূর্বক মানসিক হাসপাতালে ভর্তির হুমকি দিয়ে আসছিলেন। এ অবস্থায় তিনি আইনি ব্যাবস্থা নেওয়ার জন্য তাদের কাছে অনুরোধ জানান। গত ৯ আগস্ট থেকে ফারাহ দীনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে ও তার কাজের জায়গায় গিয়ে কোনও খোঁজ না পেয়ে বাধ্য হয়ে এই হেবিয়াস করপাস রিট দায়ের করেন। ব্যারিস্টার আসিফ বিন আনওয়ার ঢাকা পোস্টকে বলেন, ডাক্তার ফারাহ দিনা তার বন্ধুকে জানিয়েছিলেন যে তার বাবা-মা ও স্বামী তাকে বহুদিন যাবৎ মানসিক রোগী হিসেবে প্রতিপন্ন করার চেষ্টা চালিয়ে আসছিলেন এবং এর আগেও ২০১৮ সালে প্রায় ৪ (চার) মাস একটি মানসিক হাসপাতালে জোর করে বন্দী করে রাখেন। সে সময় তাকে যে চিকিৎসা এবং ওষুধপত্র দেওয়া হয় তা তার শারীরিক ও মানসিক সাস্থ্যের দীর্ঘস্থায়ী ক্ষতিসাধন করে। ডা. ফারাহ দীনা আল-বারাকা হাসপাতালে সনোলজিস্ট হিসেবে কর্মরত আছেন। নিখোঁজ হওয়ার পূর্বে তিনি উত্তরায় তার বাবা-মার বাসায় ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button