নগরীতে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ চরমপন্থি সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ খুলনায় দেশীয় অস্ত্রসহ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি নেতা একাধিক মামলার আসামি শামীম বন্দে অরফে বাবুকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। বুধবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা নগরীর সোনাডাঙ্গা ছোট বয়রা ইসলামীয়া কলেজ সংলগ্ন এলাকায় নৌবাহিনীর নেতৃত্বাধীন যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানকালে শামীম বন্দে অরফে বাবু নামে একাধিক মামলার আসামিকে আটক করা হয়। এছাড়া তার নিকট হতে ৫ রাউন্ড দেশীয় কার্তুজ, ৮টি ছুরি, ৪টি চাপাতি, ২টি দা ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। অভিযানের সোনাডাঙ্গা থানার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। স্থানীয় এলাকাবাসী এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে জব্দকৃত মালামালসহ সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। শামীম বন্দে অরফে বাবু খুলনার নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সেকেন্ড ইন কমান্ড বিটু মঈনের অনুসারী।