স্থানীয় সংবাদ

দেড় যুগ পর কাল শনিবার মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলনে ৩ পদে ১২ প্রার্থী

এস. এম. শহিদুল ইসলাম মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি ঃ দীর্ঘ দেড় যুগ পর বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কাউন্সিলকে ঘিরে প্রতিদ্ব›িদ্ধ প্রার্থীদের প্রচারণায় মুখর হয়ে উঠেছে পুরো উপজেলা। সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৬ জনসহ মোট ১২ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্ধতা করছেন। প্রতিদ্ব›িদ্ধ প্রার্থীরা হলেন, সভাপতি পদে যথাক্রমে অধ্যাপক আব্দুল আউয়াল হাওলাদার, মো. শহিদুল হক বাবুল, এফ এম শামীম আহসান। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. মেহেদী হাসান ইয়াদ, ফকির রাসেল আল ইসলাম ও মো. আফজাল হোসেন জোমাদ্দার। সাংগঠনিক সম্পাদক পদে অধ্যাপক আবু জাফর মো. ফাইজুল হক, সাংবাদিক খেলাফত হোসেন খসরু, ফিরোজ শাহ তালুকদার, জাহাঙ্গীর হোসেন লাভলু, মাষ্টার ইউনুস আলী আকন ও সাবিনা ইয়াসমিন টুলু।
উপজেলা বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সর্বশেষ দ্বি-বার্ষিক সম্মেলন ২০০৭ সালে অনুষ্ঠিত হয়। ওই সম্মেলন সাবেক এমপি মরহুম ড. মিয়া আব্বাস উদ্দিন সভাপতি ও মো. শহিদুল হক বাবুল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে বিএনপির নেতা-কর্মীরা বিভিন্ন ধরনের হামলা-মামলা ও নানা নির্যাতনের শিকার হওয়ার কারনে দলের স্বাভাবিক কার্যক্রম চালাতে না পারায় আর নিয়মিত সম্মেলন করা সম্ভব হয়নি। ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পরে আবারও জোড়ে-সোড়ে দলের কার্যক্রম শুরু করে বিএনপি ।
ইতিমধ্যে দল গোছাতে সম্মেলেনের মাধ্যমে পূণ:রায় কমিটি গঠনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রথমে পৌরসভার ৯টি ওয়ার্ড কমিটি গঠন করে ভোটের মাধ্যমে পৌর বিএপির সম্মেলন সম্পন্ন করা হয়।এ সম্মেলনে সভাপতি হিসেবে শিকদার ফরিদুল ইসলাম ও সাধারন সম্পাদক হিসেবে নিবার্চত তো হন মোঃ আসাদ্দুজামান মিলন এরপর তৃণমূল পর্যায় থেকে অর্থৎ উপজেলার ১৪৪টি ওয়ার্ড কমিটি এবং ১৬ টি ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
সম্মেলেনের মাধ্যমে তৃণমূল পর্যয়ের এসব কমিটি গঠনের পর থেকেই উপজেলা বিএনপির সম্মেলেনের সম্ভব্য প্রার্থীরা নেতা-কর্মীদের বহর নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। বৃহত্তর ১৬ টি ইউনিয়ন পর্যায়ে মিছিল সমাবেশ ও কর্মী বৈঠকের মাধ্যমে প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, সার্বক্ষণিক নেতা-কর্মীদের পাশে থেকে এবং সাথে নিয়ে দলকে সুসংগঠিত ও শক্তিশালি করার। নির্বাচনকে ঘিরে উপজেলায় বিভিন্ন স্থানে সাটানো হয়েছে নানা রংয়ের পোষ্টর, ব্যানার সহ বিভিন্ন স্থানে তৈরী করা হয়েছে তরুণ।
এদিকে সম্মেলনকে ঘিরে উপজেলা বিএনপির মধ্যকার দুটি গ্রুপ আলাদা আলাদা প্যানেল দিয়েছে। এর মধ্যে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম সমর্থিত একটি প্যানেল ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী খায়রুজ্জামান শিপন সমর্থিত একটি প্যানেল। অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম সমর্থিত প্যানেলের প্রার্থীরা হলেন, সভাপতি পদে অধ্যাপক মো. আব্দুল আউয়াল হাওলাদার, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. মেহেদী হাসান ইয়াদ, সাংগঠনিক সম্পাদক পদে অধ্যাপক আবু জাফর মো. ফাইজুল হক।
কাজী খায়রুজ্জামান শিপন সমর্থিত প্যানেলের প্রার্থীরা হলেন সভাপতি পদে মো. শহীদুল হক বাবুল, সাধারণ সম্পাদক পদে প্রভাষক রাসেল আল ইসলাম।
সভাপতি প্রার্থী মো. শহিদুল হক বাবুল বলেন আমি দীর্ঘদিন উপজেলা বিএনপি’র আহবায়ক থাকায় তৃণমূলের নেতা কর্মীদের সাথে আমার সবসময় যোগাযোগ রয়েছে। ভোটারদের ভোটে আমি শতভাগ বিজয়ের আশাবাদী। জেলা নির্বাচন সংক্রান্ত মনিটরিং টিম ও যুগ্ন আহবায়ক খাদেম নিয়ামূল নাসির(আলাপ) এরং সভাপতি ও সম্পাদকদের সাথে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।
অপর সভাপতি প্রার্থী অধ্যাপক আব্দুল আউয়াল বলেন, আগামী শনিবারের বিএনপি’র সম্মেলনে ভোটাররা তাদের মতামত সুষ্ঠ ভাবে ভোটের মাধ্যমে প্রদান করবেন। আমি মনে করি কোন সমস্যা হবে না। ভোটারদের ভোটে আমি সভাপতি হিসেবে নির্বাচিত হব ইনশাআল্লাহ।
এরপর তৃণমূল নেতা-কর্মীদের ভোটের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য গত ৫ আগষ্ট উপজেলা বিএনপির কাউন্সিলের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী অগামীকাল শনিবার মোরেলগঞ্জ উপজেলা সদর এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল-২০২৫। এ কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক, ও সাংগঠনিক সম্পাদক এ ৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার প্রতিটি ইউনিয়নে ভোটার সদস্য ৭১ জন। পৌরসভা ব্যতিত ১৬ ইউনিয়নে মোট ১ হাজার ১ শত ৩৬ জন ভোটার উপজেলা কাউন্সিলে ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ ব্যাপারে নির্বাচনের আয়োজক কমিটি মনে করেন দৈব কোন ঘটনা নাঘটলে আগামিকাল শনিবার এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সফল ভাবে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে একটি শক্তশালী কমিটি মোরেলগঞ্জ বাসিকে উপহার দেয়া হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button