দিঘলিয়ায় দেশীয় অস্ত্র ও গুলিসহ এক মাদক ব্যবসায়ী আটক

# বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে #
দিঘলিয়া প্রতিনিধি ঃ
খুলনার দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের দেয়াড়া এলাকার নিজ বাড়ি থেকে আঃ খালেক শেখের পুত্র মোঃ আমিরুল শেখ নামক এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে। দিঘলিয়া থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বুধবার (১৩ আগষ্ট) দিবাগত রাত সোয়া ১ টায় কন্টিনজেন্ট কমান্ডার দিঘলিয়া লেঃ কমান্ডার রাকিব মাহমুদ খাঁন এবং দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এর নেতৃত্বে নৌ এবং পুলিশ সদস্যের সমন্বয়ে দেয়াড়া পূর্ব পাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের দেয়াড়া পূর্বপাড়া নিবাসী আঃ খালেক শেখ ও রাহেলা খাতুনের পুত্র শেখ আমিরুল শেখ (৩৫) কে ৪ রাউন্ড কার্তুজ এবং ১টি দেশীয় অস্ত্রসহ নিজ বাড়ি হতে আটক করা হয়। অতঃপর আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত মালামালসহ দিঘলিয়া থানায় নিয়ে আসা হয়। গ্রেফতারকৃত আসামী আমিরুলের বিরুদ্ধে দিঘলিয়া থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। আসামীর বিরুদ্ধে পূর্বের ১টি মাদক মামলা রয়েছে।
উল্লেখ্য মাদক বিক্রেতা ও মাদকসেবী একটা টিম উক্ত বাড়িতে বসে মাদক বিক্রি ও মাদক সেবন করছে এমন সংবাদ পেয়ে এ যৌথ অভিযান পরিচালিত হয় এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায় বলে জানা যায়।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এ প্রতিবেদককে জানান, আমিরুলের বিরুদ্ধে দিঘলিয়া থানায় মামলা হয়েছে। মামলা নং ৭ তাং ১৪/০৮/২০২৫ ইং। তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।