স্থানীয় সংবাদ

নিষিদ্ধ আ’লীগের কথিত শোক দিবস করতে গিয়ে উত্তম মাধ্যম খেলেন টিএন্ডটি শ্রমিকলীগ নেতা রফিক

# সবাই পালিয়ে গেলেও ফ্যাসিস্ট রফিক রয়েছে বহাল তবিয়তে #

স্টাফ রিপোর্টারঃ নিষিদ্ধ আওয়ামীলীগের কথিত শোক দিবস করতে গিয়ে উত্তম মাধ্যম খেয়ে দৌড়ে পালালেন শ্রমিকলীগ নেতা রফিকুল ইসলাম। গতকাল বেলা ১১টার দিকে নগরীর টিএন্ডটি অফিস চত্বরে এ ঘটনা ঘটে। টিএন্ডটি খুলনার শ্রমিকদলের সাঃ সম্পাদক শেখ মনিরুল ইসলাম বলেন, খুলনা বিভাগীয় টিএন্ডটি শ্রমিকলীগের সভাপতি ফ্যাসিস্ট রফিকুল ইসলাম তার লোকজন নিয়ে টিন্ডটি অফিসে ১৫ আগস্ট কথিত শোক দিবস পালনের প্রস্তুতি সভা করে। খবর পেয়ে তারা তাদের ধাওয়া দেন। এ সময় ফ্যাসিস্ট রফিকুলকে শ্রমিকদলের কর্মীরা উত্তম মাধ্যম দেয়। এক পর্যায়ে তিনি দৌড়ে পালিয়ে যান। তিনি আরো জানান, এই ফ্যাসিস্টকে বিএনপির একটি গ্রুপ অনৈতিক সুবিধা নিয়ে দলে নেয়ার চেষ্টা করছে। কিন্তু টিএন্ডটি শ্রমিকদল থাকতে এই ফ্যাসিস্ট রকিককে দলে প্রবেশ করতে দেয়া হবে না। কারণ বিগত ১৭ বছর এই রফিক ছিল টিএন্ডটি অঘোষিত নায়ক। তার কথা বদলী, সাসপেন্ড, পদোন্নতি, বাসা বরাদ্দসহ নানা ধরনের অনিয়ম চলতো। বিএনপি-জামাত মতাদর্শে বিশ্বাসী শ্রমিক-কর্মচারিদের প্রতিষ্ঠান থেকে বিতাড়িতসহ নানাভাবে নির্যাতন করতো। সকল বেআইনকে তিনি আইনে পরিণত করেন আওয়ামীলীগের আমলে। ৫ আগস্টের পর সবাই পালিয়ে গেলেও এই রফিক কিছু দিন গা ঢাকা দেয়। পরে আবার অফিসে এসে মুজিববাদ মতাদর্শ বাস্তবায়নে কাজ শুরু করেছে। এই রফিকুল ইসলাম শ্রমিকলীগের অর্ন্তভুক্ত বিটিসিএল শ্রমিক কর্মচারিফেডারেল ইউনিয়নের সভাপতি। জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল কুমার সাহা বলেন, নিষিদ্ধ আ’লীগের সবাই পালিয়ে গেলেও ফ্যাসিস্ট রফিক রয়েছেন বহাল তবিয়তে। বিএনপির একটি গ্রুপকে অনৈতিক সুবিধা দিয়ে এই অত্যাচারি রফিক দলে ঢুকতে চায়। কিন্তু শ্রমিকদল থাকতে ফ্যাসিস্টের এ আশা কখনও পূরণ হবে না বলে তিনি জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button