তৌসিফের ওপর ছেড়ে দেওয়া হলো জ্যান্ত সাপ!

প্রবাহ বিনোদন : ওয়েব কনটেন্টে থ্রিলার, হরর ঘরানার গল্প মানেই নির্মাতা ভিকি জাহেদ। একের পর দুর্দান্ত নাটক-ওয়েব সিরিজ উপহার দিয়ে আলাদা জায়গা করে নিয়েছেন দর্শকদের মাঝে। এবার ওয়েব জগতে ফের চমক দিতে আসছেন এই নির্মাতা; আনছেন একই ঘরানার নতুন ওয়েব সিরিজ ‘খোয়াবনামা’। তৌসিফ মাহবুব অভিনীত এই সিরিজ মুক্তির আগেই দর্শকদের মধ্যে আগ্রহ ও আলোড়ন সৃষ্টি করেছে। সম্প্রতি সিরিজটির একটি পোস্টার মুক্তি পায়। নীল, কালো আবহে হরর ধাঁচের সেই পোস্টারে দেখা যায়, কবরে লাশ, তাকে জড়িয়ে রেখেছে বিষধর সাপ। এমন সময়ে ছটফট করছে সেই লাশটি- যা বেশ কৌতূহল তৈরি করেছে দর্শকের মাঝে। তবে শুধু পোস্টারেই নয়, আরও একটি বিষয় রীতিমতো চমকে দিয়েছে দর্শকদের। সম্প্রতি এই শুটিং এর একটি ভিডিও অর্থাৎ বিহাইন্ড দ্যা সিন- এর একটি মুহূর্ত প্রকাশ করেন অভিনেতা তৌসিফ মাহবুব। তাতে দেখা যায়, কবরের মতো একটি গর্তে সাদা কাপড়ে মোড়া অবস্থায় শুয়ে আছেন কেউ। এরপর এক নারী সাপুড়ে তার ওপরে একের পর এক জীবন্ত সাপ ছেড়ে দিচ্ছেন। তৌসিফ লেখেন, ‘খোয়াবনামা এবং ৬ টি সাপ।’ তবে ধারণা করা হচ্ছে, শুটিংয়ে ব্যবহৃত সাপগুলো বিষধর প্রজাতির হলেও বিষহীন ছিল। আর সেখানে লাশের চরিত্রে ছিলেন তৌসিফ মাহবুব। এমন দৃশ্যে অভিনয় করা যে কোনো শিল্পীর জন্য রীতিমতো দুঃসাহসিক চ্যালেঞ্জ- এমনটি আলোচনা এখন নেটিজেনদের মাঝে। এক নেটিজেন লিখেছেন, তৌসিফের সাহস সত্যিই শিহরিত করার মতো! ভিকি জাহেদের হাতেই এমন দৃশ্য সম্ভব। আরেকজন লিখেছেন, ‘বাংলাদেশে এই প্রথম কোনো হরর দৃশ্য দেখা যাবে যা বাস্তবিক।’ আসন্ন এই ওয়েব সিরিজটি ঘিরে নেটিজেনদের এমন প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত নির্মাতা ভিকি জাহেদ। এ নিয়ে নির্মাতা বলেন, ‘আমি সবসময় চেয়েছি, আমার কাজে আর্টিফিশিয়াল জিনিসের চেয়ে প্র্যাকটিক্যাল বিষয়গুলো রাখতে। নাটক- বা সিরিজে আসলে এমন ভিজ্যুয়াল দেখা যায় না। আর ভিএফএক্স দিয়ে কাজটা করলে এতটা সাড়া পেতাম না। তাই বাস্তবটাই করার চেষ্টা করেছি, যার প্রভাবে সফলতা আসবে।’ সেই কবরের দৃশ্যের শুটে কোনো ডামি ব্যবহার করা হয়নি, অভিনেতা তৌসিফ মাহমুদকেই রাখা হয় সেখানে বলে জানান ভিকি জাহেদ। নির্মাতা বলেন, ‘তৌসিফ ভাইকে প্রথমে কাজটা নিয়ে বলি। কিছুটা ভীতি কাজ করেছিল তার। আমি এর আগেও ওনার সঙ্গে অনেক কাজ করেছি; ওনাকে বুঝিয়েও বললাম কাজের ব্যাপারে। পরে তিনি রাজি হয়ে যান; ওই শুটে তিনি নিজেই ছিলেন ওখানে, এটা আসলেই অনেক দুঃসাহসের ব্যাপার।’ উল্লেখ্য, ‘খোয়াবনামা’য় কেন্দ্রীয় চরিত্রে তৌসিফ মাহবুবের সঙ্গে থাকছেন তানজিন তিশা।