খেলাধুলা

চিটাগং কিংসের সঙ্গে চুক্তি বাতিল করলো বিসিবি

স্পোর্টস ডেস্ক : বিপিএলের সবশেষ আসরে ক্রিকেটারদের ও কোচিং স্টাফের পারিশ্রমিক না দেয়ার সঙ্গে হোটেল ভাড়াও বকেয়া রাখে চিটাগং কিংস। সবশেষ আসর এবং আগের দুই আসর মিলিয়ে চিটাগংয়ের কাছ থেকে সবমিলিয়ে প্রায় ৪৬ কোটি টাকা পেতে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে বিসিবি। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশের সর্বোচ্চ ক্রিকেট সংস্থা। বিপিএলের প্রথম দুই আসরের ক্রমাগতভাবে চুক্তির আইনি ও আর্থিক শর্ত ভঙ্গ করেছে এস.কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেড। ২০১৩ সালের ৭মে সালিশি নোটিশ ও চলতি বছরের জুলাইয়ে তাদেরকে আইনি নোটিশ দেয়া হয়েছে। তবে চুক্তির শর্ত রক্ষা করতে পারেনি। বিসিবির পাওনার মধ্যে রয়েছে ফ্র্যাঞ্চাইজি ফি, আয়কর এবং ক্রিকেটারদের ও দল সংশ্লিষ্টদের পারিশ্রমিক। আচমকা গত বিপিএলের আগে তাদের ফেরানো হয়। বিপিএলে ফেরার আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে বিসিবির সঙ্গে সমঝোতা চুক্তি করে চিটাগং। যেখানে ৯ কোটির পরিবর্তে সাড়ে তিন কোটি টাকা দিতে বলা হয় ফ্র্যাঞ্চাইজিটিকে। তবে বিপিএল শেষ হয়ে গেলেও সেই অর্থ পরিশোধ করেনি চিটাগং। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত তাদের কাছে ১৫ লাখ ৬৪ হাজার মার্কিন ডলার পায় বিসিবি। তবে ২০১২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সুদ এসেছে ২২ লাখ ৩২ হাজার ৯২ মার্কিন ডলার। সবমিলিয়ে চিটাগংয়ের কাছে ৩৭ লাখ ৮২ হাজার ১৫৬ মার্কিন ডলার পাওনা দাবি করেছে বিসিবি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৬ কোটি টাকার মতো। পুরো টাকা পেতে আইনি লড়াইয়ে যাওয়ার পাশপাশি চিটাগংয়ের সঙ্গে চুক্তিও বাতিল করেছে বিসিবি।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button