স্থানীয় সংবাদ

বেগম খালেদা জিয়া শুধু আপোষহীন নেত্রী নন, তিনি গণতন্ত্রের প্রতীক: এড. মনা

# ৮১তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু একজন আপোষহীন রাজনীতিবিদ নন, তিনি দেশের মানুষের কাছে গণতন্ত্রের প্রতীক। তাঁর অবদান দেশের মানুষ চিরকাল মনে রাখবে। তাঁকে এদেশের মানুষ গণতন্ত্রের মা আপোষহীন দেশনেত্রী হিসেবে ও শ্রদ্ধা করে। বেগম খালেদা জিয়া একজন বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি ১৯৯১-১৯৯৬ সাল এবং ২০০১-২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীরূপে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মাঝে দ্বিতীয় মহিলা সরকার প্রধান। তার স্বামী জিয়াউর রহমানের শাসনকালে তিনি ফার্স্ট লেডি ছিলেন।
শুক্রবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কেডি রোডস্থ বিএনপি কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর বিএনপি আয়োজিত দোয়া মাহফিল পুর্ব সংক্ষিপ্ত আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ১৯৮১ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপির নেতৃত্বের দায়িত্ব নিতে হয় তাকে। রাজনৈতিক অভিজ্ঞতা প্রায় শূন্য, কিন্তু আত্মবিশ্বাস অটুট। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন বিএনপির প্রধান। ২০১১ সালের ২৪ শে মে নিউ জার্সি স্টেট সিনেটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ’ফাইটার ফর ডেমোক্রেসি’ পদক প্রদান করা হয়। যুক্তরাষ্ট্রের স্টেট সিনেট কর্তৃক কোনো বিদেশিকে এ ধরনের সম্মান প্রদানের ঘটনা এটাই ছিল প্রথম। পরবর্তীতে ২০১৮ সালের ৩১ জুলাই তাকে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা দেয় কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও) নামের একটি সংগঠন। ৮ ফেব্রুয়ারি ২০২২ সালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি উক্ত দাবি করার পাশাপাশি কানাডার এই প্রতিষ্ঠানটির দেওয়া ক্রেস্ট ও সনদপত্র সাংবাদিকদের সামনে উপস্থাপন করে। ২০২৪ সালের ৫ আগস্ট, স্বৈরাচারী সরকারের পতনের পর রাজনৈতিক পরিবর্তনের ঝড়ে দেশজুড়ে নতুন সময়ের সূচনা হয়। দীর্ঘদিন ঘরবন্দি থাকা অবস্থায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটাই অবনতি ঘটে। কিন্তু আবারও নতুন করে সাহস ও শক্তিতে সঞ্চারিত হন দেশের মানুষের জন্য। ৫ আগস্টের পর একদিন হঠাৎ-ই দেশবাসীর উদ্দেশে বার্তা দেন-রাজনীতির ঝড়ঝাপটা পেরিয়ে শান্তি ও স্থিতির আহ্বান জানান। তিনি বলেন, শৈশবের সবুজ মাঠ থেকে ক্ষমতার প্রাঙ্গণ, বন্দী জীবন থেকে বিদেশে চিকিৎসা- খালেদা জিয়ার জীবন এক অদম্য নারীর গল্প। রাজনৈতিক প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, বারবার প্রমাণ করেছেন, তিনি সহজে হার মানার মানুষ নন। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি এমন এক নারী, যিনি কখনো সহজ পথ বেছে নেননি বরং প্রতিটি বাঁকে লড়াই করে নিজের জায়গা তৈরি করেছেন ইতিহাসে। এসময় উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, সাবেক যুগ্ম আহ্বায়ক স ম আব্দুর রহমান, জিয়াউর রহমান পাপুল, সাঈদ হাসান লাভলু, রেহেনা ঈসা, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, কে এম হুমায়ুন কবীর, এডভোকেট মোহাম্মদ আলী বাবু, ইমাম হোসেন, হাবিবুর রহমান বিশ্বাস, আসাদুজ্জামান আসাদ, আব্দুল আজিজ সুমন, সৈয়দা নার্গিস আলী, মিরাজুর রহমান মিরাজ, শরিফুল ইসলাম টিপু, রকিবুল ইসলাম মতিসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনেতাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং একই সঙ্গে ৭১ এর মুক্তিযুদ্ধে জীবনদানকারী শহিদ, ৯০ এর গণতান্ত্রিক আন্দোলনে ও ২৪ এর গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও মহানগরীর সকল দলীয় কার্যালয়, মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোনাডাঙ্গা থানা বিএনপি: বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে সোনাডাঙ্গা থানা বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি খুলনা পাওয়ার হাউজ মোড়স্থ পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মনি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শীষের কান্ডারি জননেতা শফিকুল আলম তুহিন। এসময় উপস্থিত ছিলেন একরামুল কবির মিল্টন, শেখ ফারুক হোসেন, মোহাম্মদ আলম বাবু মোড়ল, মো. হাবিবুর রহমান, মোস্তফা কামাল, কাজি নজরুল ইসলাম, কাজি আব্দুল আলিম, শেখ আজিজুর রহমান, আবুল ওয়ারা, কামরুজ্জামান রুনু, শওকত আলী লাবু বিশ্বাস, আরিফুল ইসলাম বিপ্লব, কাজী মিজানুর রহমান, ওয়াহিদুজ্জামান হাওলাদার, মো. সাইফুল ইসলাম, ইয়াসিন মোল্লা, সোহরাব হোসেন, ডা. শাহিন আহসান, আফজাল হোসেন, কাদের মল্লিক, শেখ মনিরুল ইসলাম, বক্কার মীর, আহসান হাবিব বাবু, হেলাল ফারাজি, মোঃ মামুনুর রশিদ, আমিন হোসেন মিঠু, মনিরুজ্জামান মনি, মোঃ আতিউর রহমান, গাজী আতিকুর রহমান, মামুনুর রশিদ ও রাকিবুল হাসান।
দৌলতপুর থানা বিএনপি: সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্ম বার্ষিকী উপলক্ষে দেশনেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘয়ু কামনা করে দৌলতপুর থানা বিএনপির আয়োজনে ৫ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন শেখ সাদী, মুরশিদ কামাল, শেখ ইমাম হোসেন, মতলুবুর রহমান মিতুল, লিয়াকত হোসেন লাভলু, বেলায়েত হোসেন, জয়নাল আবেদীন, আনসার আলী, আরমান হোসেন, মাঈনুল ইসলাম, ইকবাল খন্দকার, রাসেলুজ্জামান, হুমায়ুন কবির, কবির হোসেন টিটু, আশরাফ হোসেন, আজিজুল ইসলাম কাফি, সিরাজুল ইসলাম সানি, রকিবুল ইসলাম মিঠু, আব্দুল ওহাব, সেলিম আহসান, আব্দুর রাজ্জাক, বেল্লাল হোসেন, মিজানুর রহমান, মোক্তার হোসেন মুক্ত, আকসির হোসেন সাজু, এলেম হাওলাদার, কামাল খান, সোহেল মোল্লা, এম এম জসিম, সামদানী মোল্লা, আল আমিন রতন, জামাল হোসেন, মিজানুর রহমান মৃদুল, সাজ্জাদ হোসেন রিপ্পি, এম এম মুন্না প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button