ডিইএব’র উদ্যোগে দেশনেত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া

স্টাফ রিপোর্টার : বিএনপি’র চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ ( ডিইএব) খুলনা জেলার উদ্যোগে শুক্রবার (১৫ আগস্ট) খালিশপুরস্থ হাজী মহসিন কলেজ সংলগ্ন একটি অভিজাত হোটেলে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রকৌশলী কাজী মহিউদ্দিনের সভাপতিত্বে ও প্রকৌশলী শাহিন উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন প্রকৌশলী মেহেদী হাসান, নাজমুল কবির, মোস্তাফিজুর রহমান মিঠু, মিজানুর রহমান, অমিত ঘোষ, রুহুল আমিন, ইয়াসিন খান, তানভীর হাসান, শিবলী নোমান, পারভেজ বখতিয়ার, শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, এ কে আজাদ, শামসুল, আরেফিন, হৃদয়,অমিত মল্লিক, মো.হানিফ, আকাশ, এনামুল ইসলাম, মোহাম্মদ রাকিবসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ। সভা শেষে বিএনপি’র চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন অভি হাসান জুয়েল।