স্থানীয় সংবাদ
বটিয়াঘাটায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :
গতকাল বুধবার অনুমান দুপুর ২টার সময় বটিয়াঘাটা থানাধীন ৪নং সুরখালী ইউনিয়নের সুখদাড়া ঝপঝপিয়া নদী থেকে অজ্ঞাতনামা মাথা বিহীন এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় রবিউল নামের এক জেলের জালে অজ্ঞাতনামা মাথা বিহীন নারীর লাশ পাওয়া যায় বলে জানা যায়। উক্ত জেলে বটিয়াঘাটা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করেন। বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তফা খায়রুল বাশার বলেন, লাশটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু লাশটি এখনো সনাক্ত করা যায়নি। নিহত নারীর বয়স আনুমানিক ৩০/৪০ এর মধ্যে হবে বলে ধারনা করা হচ্ছে। এখনো তার পরিচয় পাওয়া যায়নি। উর্দ্ধতন পুলিশ কর্তা সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন ঘটনাস্থাল পরিদর্শন করেন।