কেশবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৭ টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের মধ্যকুল বটতলা নামক স্থান ও গত মঙ্গলবার রাত ১১টার দিকে ওই সড়কের বুঝতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যকুল গ্রামের মান্দার গাজীর ছেলে কাশেস গাজী (৪৭) গত বুধবার সকাল ৭ টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কে হাটছিলেন। এ সময় যশোর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে সে মারাত্মক আহত হলে এলাকাবাসি উদ্ধার করে কেশবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
অপরদিকে, গত মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার আলতাপোল গ্রামের মনিন্দ্র সরকারের ছেলে জয়দেব সরকার (৪৯) বাইসাইকেল চড়ে কেশবপুর শহর থেকে বাড়িতে ফিরছিলেন। তিনি যশোর-সাতক্ষীরা মহসড়কের বুঝতলা নামক স্থানে পৌঁছালে পেছনের দিক থেকে চুকনগরগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। তিনি কেশবপুর শহরের একটি স্বর্নের দোকানে কর্মচারি হিসেবে কাজ করতেন।