খেলাধুলা

অক্টোবরে বাংলাদেশের সাথে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে আফগানরা

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ শেষ হওয়ার পর পরই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। গতকাল রোববার আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ২ থেকে ১৪ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে সাদা বলের সিরিজ দুটি। টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে এই লড়াই। প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২ অক্টোবর, এরপর দ্বিতীয় ম্যাচ ৩ অক্টোবর এবং শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৫ অক্টোবর। পরে ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ অক্টোবর। বাকি দুটি ওয়ানডে ম্যাচ হবে ১১ ও ১৪ অক্টোবর। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও নাসিব খান এ বিষয়ে বলেন, “বাংলাদেশকে আতিথ্য জানাতে পেরে আমরা গর্বিত। এই সিরিজ আমাদের দুই দেশের বোর্ডের পারস্পরিক সম্পর্ক ও বিশ^মানের ক্রিকেট আয়োজনের প্রতিশ্রুতির প্রতিফলন। ভেন্যু নিরপেক্ষ হলেও দর্শকরা রোমাঞ্চকর লড়াই উপভোগ করবেন।” বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীও সিরিজ নিয়ে আশাবাদী। তিনি বলেন, “আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজ আমাদের জন্য হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও দারুণ রোমাঞ্চকর। এশিয়া কাপের পর এটি মূল্যবান একটি সুযোগ, যা শুধু খেলোয়াড়দের জন্য নয়, দুই বোর্ডের পারস্পরিক শ্রদ্ধা ও সুসম্পর্ককেও প্রতিফলিত করবে। সিরিজ আয়োজনের জন্য আফগানিস্তান বোর্ডকে আন্তরিক ধন্যবাদ জানাই।” উল্লেখ্য, এশিয়া কাপে গ্রুপ ‘বি’-তে একই গ্রুপে লড়বে বাংলাদেশ ও আফগানিস্তান। এরপর তারা লড়াইয়ে নামবে দ্বিপাক্ষিক সিরিজে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button