সড়ক-মহাসড়ক সংস্কারে দ্রুত উদ্যোগ নিন

রাজধানীসহ সারা দেশেই সড়ক ও মহাসড়কের অবস্থা নাজুক। এসব সড়কগুলোতে সৃষ্ট বড় বড় গর্ত ও খানাখন্দে তৈরি হয়েছে মরণফাঁদ। একটু বৃষ্টি হলেই পানি জমে সড়কের অবস্থা ভয়াবহ আকার ধারণ করে। জুলাইয়ে সারা দেশে ৫০৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫২০ জন। এ তথ্য স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির। সংস্থাটির পর্যবেক্ষণ বলছে, চলতি বর্ষায় সারা দেশে সড়ক-মহাসড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ ভাঙাচোরা সড়ক-মহাসড়ক বর্তমানে দুর্ঘটনার অন্যতম কারণে পরিণত হয়েছে বলে মনে করছে সংস্থাটি। বর্তমানে রাজধানী ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ জাতীয়, আঞ্চলিক, জেলা ও গ্রামীণ সড়কে ভাঙাচোরা অবস্থা ও অসংখ্য দুর্ঘটনাপ্রবণ গর্ত, খানাখন্দের চিত্র পাওয়া গেছে। দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। আমদানি-রফতানির বেশির ভাগ পণ্য ট্রাক-লরিতে এ মহাসড়ক দিয়েই পরিবহন করা হয়। চলতি বর্ষায় গুরুত্বপূর্ণ এ মহাসড়কে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ আর ছোট-বড় গর্ত। মহাসড়কটির কাঁচপুর থেকে মেঘনা সেতুর টোল প্লাজা পর্যন্ত অন্তত ১৪ কিলোমিটার অংশে ছোট-বড় গর্তের কারণে প্রায়ই ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা। একইভাবে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ১০৫ কিলোমিটার অংশও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দেশের আরেক গুরুত্বপূর্ণ মহাসড়ক খুলনা-সাতক্ষীরা। ভোমরা স্থলবন্দরের সঙ্গে সংযুক্ত মহাসড়কটিরও এখন বেহাল দশা। বিশেষ করে জিরো পয়েন্ট থেকে কৈয়া পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার অংশে বেহাল অবস্থা যান চলাচল ঝুঁকিপূর্ণ করে তুলেছে। অসংখ্য গর্তের কারণে মহাসড়কটিতে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। এছাড়া এ পথে যাতায়াতে চরম দুর্ভোগও পোহাচ্ছে সাধারণ মানুষ। মহাসড়কের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের অনেক সড়কও এ বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছে। জামালপুরের মাদারগঞ্জের বালিজুড়ী-সরিষাবাড়ি উপজেলার ভাটারা সড়কের প্রায় ১৮ কিলোমিটার সড়কের পিচ, ইট, পাথর উঠে খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই পানি জমে এসব খানাখন্দে। এ সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলছে বাস ট্রাক ও বিভিন্ন যানবাহন। এতে দুর্ভোগ পোহাচ্ছে পরিবহন মালিক, স্টাফ, যাত্রী ও উপজেলার লাখো মানুষ। দীর্ঘ দিনেও সড়কটি সংস্কার না হওয়ায় হেঁটে চলাচলও কষ্টসাধ্য হয়ে পড়েছে। বন্দরনগরী চট্টগ্রাম, রংপুর, খুলনাসহ আরো অনেক শহরেরই প্রায় একই অবস্থা। কোথাও কোথাও অবস্থা আরো খারাপ। সর্বত্রই মানুষের ভোগান্তি চরমে উঠেছে। আমরা আশা করি, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সারা দেশেই যেখানে যেখানে সড়কে সমস্যা রয়েছে তা সংস্কারের জন্য খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করে মানুষকে দুর্ভোগ থেকে রক্ষা করবে।