স্থানীয় সংবাদ
ডুমুরিয়ার বাদুরগাছায় জলাবদ্ধতা : জনদুর্ভোগ

স্টাফ রিপোর্টার : দীর্ঘ কয়েক যুগ ধরে পানি বন্দী জীবন যাপন করে যাচ্ছেন খুলনার ডুমুরিয়া উপজেলার বাদুরগাছা গ্রামীণ জনগোষ্ঠীর মানুষ। ফলে তারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
এলাকার বাসিন্দা মাওলানা মহিবুল্লাহ ও হাফেজ আব্দুস সালামসহ অনেকেই বলেন, কয়েক যুগ ধরে পানি বন্দী জীবন যাপন করে আসছেন। তারা তাদের অধিকার থেকে বঞ্চিত রয়েছেন। এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দেয়া হয়। কিন্তু রাস্তা এবং গ্রামীণ উন্নয়ন বাবদ বরাদ্দ হলেও বাদুরগাছা গ্রামে পৌঁছে না। এতে করে কয়েক শ’ পরিবার পরিজন সুফল না পেয়ে ভোগান্তির শিকার হচ্ছে প্রতি বছর। এর অবসান কবে নাগাদ হবে সেই প্রত্যাশায় অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।