স্থানীয় সংবাদ

কেসিসি এমপ্লয়ীজ ইউনিয়নের নির্বাচনে কল্যাণ তহবিলের টাকা আতœসাতকারীদের বয়কটের সিদ্ধান্ত

# ১৯টি পদের বিপরিতে ৪১টি মনোনয়নপত্র জমা #

স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশন এমপ্লয়ীজ ইউনিয়নের দ্বি বার্ষিক নির্বাচন আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ঘোষিত তফশিল অনুযায়ী গতকাল ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। সে মতে, ৫২টি মনোনয়নপত্র বিক্রি হলেও জমা পড়েছে ৪১টি। এদিকে এমপ্লয়ীজ ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের মাঝে শুরু হয়েছে তোড়জোড়। প্রার্থীদের প্যানায় প্যানায় ছেয়ে গেছে নগরভবনসহ বিভিন্ন ওয়ার্ড অফিস। যা বিগত দিনে ক্ষমতায় থেকে ইউনিয়নের কল্যাণ তহবিলের লাখ লাখ টাকা আতœসাৎ করেছে। এখন ভোটার সময় সেই বিষয়টি ভোটারদের মুখে মুখে আলোচনা চলছে। এবার ভোটাররা কল্যাণ তহবিলের টাকা আতœসাৎকারী ও তাদের সহযোগিদের ভোট না দেয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি টাকা আতœসাৎকারী ও সহযোগিদের করছে বিভ্রতকর। তারা অনেকটাই মুখ লুকিয়ে বিষয়টি ধামা চাপা দেয়ার চেষ্টা করছে। অন্য দিকে নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। তারা হলেন, প্রধান নির্বাচন কমিশনার কেসিসি কর্মচারি ইউনিয়নের সভাপতি উজ্জল কুমার সাহা, নির্বাচন কমিশনার নাজমুল হক মুকুল ও নির্বাচন কমিশন সদস্য লাইসেন্স অফিসার (ট্রেড) খান হাবিবুর রহমান। নির্বাচন কমিশন সদস্য সচিব লাইসেন্স অফিসার (ট্রেড) খান হাবিবুর রহমান বলেন, উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়পত্র জমা দিয়েছেন। তবে কোন ধরনের অরাজকতা বরদাস্ত করা হবে না বলে তিনি জানান। এবার ভোটার ৪৪১ জন। ঘোষিত তফশিল অনুযায়ী গতকাল ১৯টি পদের বিপরিতে ৪১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার মধ্যে সভাপতি পদে ৪জন। তারা হলেন, শাহাজাহান, মনির হোসেন মৃধা, আঃ হক ও কাজী গোলাম মোস্তফা। কার্যকরী সভাপতি পদে ২জন। তারা হলেন, ইসমাইল গাজী ও হালিম সরদার। ২টি সহ-সভাপতি পদে ৪জন প্রার্থী, সাঃ সম্পাদক পদে ২জন প্রার্থী। তারা হলেন, আশরাফুল ইসলাম ও সায়েদ হোসেন লিটন। যুগ্ম সম্পাদক পদে ৩ জন, সহ-সাঃ সম্পাদক পদে ৪জন, সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, সহ-কোষাধ্যক্ষ পদে ২জন, প্রচার সম্পাদক পদে ২ জন, সমাজকল্যাণ সম্পাদক পদে ২ জন, মহিলা সম্পাদিকা পদে ২জন, তারা হলেন, মমতাজ বেগম ও বিউটি। দপ্তর সম্পাদক পদে ২ জন। সহ-দপ্তর সম্পাদক পদে ২জন, ধর্ম বিষয়ক সম্পাদক পদে ২জন ও ক্রীড়া সম্পাদক পদে ২ জন মনোনয়নপত্র জমা দেন বলে নির্বাচন পরিচালনা কমিটি জানায়। এছাড়া আজ ২৮ আগস্ট মনোনয়নপত্র যাচাই বাচাই। ২৯ আগস্ট দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার। ৩০ আগস্ট প্রার্থীর তালিকা প্রকাশ। ৩১ আগস্ট প্রতিক বরাদ্দ। ১৩ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এমপ্লয়ীজ ইউনিয়ন কার্যালয়ে ভোট গ্রহণ। মহিলা সম্পাদিকা পদে মনোনয়নপত্র জমাকারী মমতাজ বেগম জানান, তিনি বিগত দিনে ইউনিয়নের ভোট করে নির্বাচিত হয়েছেন। কোন দুর্নীতির সাথে তিনি কখনও আপোস করেননি। সহ কোষাধ্যক্ষ প্রার্থী সোহেল জানান, যারা বিগত দিনে ইউনিয়নের কল্যাণ তহবিলের টাকা আতœসাৎ করেছে তাদেরকে বয়কট করা হবে। ভোটের মাধ্যমে তাদের দুর্নীতির জবাব দেয়া হবে। একই সাথে আতœসাতকারীদের সহযোগিদেরও বয়কট করা হবে বলে তিনি জানান। উল্লেখ্য, বিগত সোবহান-দুলাল পরিষদ ইউনিয়নের কল্যাণ তহবিলের ১৯ লাখ টাকা আতœসাত করেছে। সে টাকা ফেরৎ না দিয়ে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এমন কি ওই চক্রের কেউ কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটাররা এবার এই দুর্নীতিবাজদের জবাব ভোটের মাধ্যমে দিবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button