আন্তর্জাতিক

জানুয়ারির শেষে আসতে পারে মায়ানমারের বিতর্কিত নির্বাচনের ফল

প্রবাহ ডেস্ক : মিয়ানমারে আসন্ন ও ব্যাপকভাবে বিতর্কিত জাতীয় নির্বাচনের ফল আগামী বছরের জানুয়ারির শেষ নাগাদ প্রকাশ করা হবে বলে গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন জান্তা-নিয়ন্ত্রিত নির্বাচন কমিশনের এক কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে ইউনিয়ন ইলেকশন কমিশনের (ইউইসি) এক কর্মকর্তা এএফপিকে বলেছেন, ‘চূড়ান্ত নির্বাচনী ফল ২০২৬ সালের জানুয়ারির শেষ নাগাদ আসবে বলে আশা করছি।’২০২১ সালে সেনাবাহিনী গণতান্ত্রিক নেতা অং সান সুচির সরকার উৎখাত করে এবং ভিত্তিহীনভাবে ভোট জালিয়াতির অভিযোগ তোলে। এরপর থেকেই দেশটি গৃহযুদ্ধে নিমজ্জিত। নেপিডোতে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কমিশন জানায়, ২৮ ডিসেম্বর থেকে ধাপে ধাপে শুরু হওয়া নির্বাচনে জাতীয় পর্যায়ে ছয়টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করবে। নির্বাচন কমিশনের সদস্য খিন মাউং উ বলেন, ‘আমাদের ছয়টি দল জাতীয় পর্যায়ের জন্য এবং ৫১টি আঞ্চলিক আসনের জন্য। মোট ৫৭টি দল নির্বাচনে অংশ নিচ্ছে।’ ইউইসি জানিয়েছে, নির্বাচন তিন ধাপে অনুষ্ঠিত হবে, প্রতিটি ধাপের মধ্যে দুই সপ্তাহ বিরতি থাকবে। মিয়ানমারের বিশাল এলাকা সেনা নিয়ন্ত্রণের বাইরে, যেখানে গণতন্ত্রপন্থি গেরিলা ও শক্তিশালী জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের নিয়ন্ত্রিত অঞ্চলে ভোট প্রতিরোধের অঙ্গীকার করেছে। তবে জান্তা দাবি করছে, নির্বাচনই সংঘাতের সমাধান দেবে। তবে সুচি এখনো কারাবন্দি। জাতিসংঘের এক বিশেষজ্ঞ এই ভোটকে ‘প্রতারণা’ আখ্যা দিয়ে বলেছেন, এটি সামরিক শাসনকে নতুন আঙ্গিকে চালিয়ে যাওয়ার একটি প্রচেষ্টা।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button