একই সাথে মুক্তি পাচ্ছে জয়ার দুইটি সিনেমা

প্রবাহ বিনোদন : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও দারুণ চমক নিয়ে এসেছেন ভক্তদের জন্য। একসঙ্গে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে- একটি আসছে প্রেক্ষাগৃহে, আরেকটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় তৈরি ‘ফেরেশতে’ সিনেমাটি খুব শিগগিরই মুক্তি পাচ্ছে দেশের হলগুলোতে। এখনো ঠিক দিনক্ষণ ঘোষণা হয়নি, তবে জানা গেছে চলতি সেপ্টেম্বরেই প্রেক্ষাগৃহে আসছে ছবিটি। লায়ন সিনেমাস ও স্টার সিনেপ্লেক্সের সূত্র বলছে, মুক্তির বিষয়টি নিয়ে চূড়ান্ত আলোচনা চলছে। এর মধ্যেই কেরানীগঞ্জের লায়ন সিনেমাসের ফেসবুক পেজে ফেরেশতে’র পোস্টার শেয়ার করে লেখা হয়েছে, ‘শিগগিরই আসছে।’ স্টার সিনেপ্লেক্সও জানিয়েছে, তাদের ছবিটি নিয়ে প্রযোজকদের সঙ্গে যোগাযোগে আছে। এই ছবির পরিচালক ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। গল্পটি গড়ে উঠেছে সমাজের সুবিধাবঞ্চিত একটি পরিবারের মানবিক যাত্রা ঘিরে। ছবিতে জয়ার সঙ্গে আরও অভিনয় করেছেন সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা এবং ছোট্ট শিল্পী সাথী। এই ছবির সহপ্রযোজকও জয়া নিজেই। ২০২২ সালে নির্মিত ‘ফেরেশতে’ এরই মধ্যে আন্তর্জাতিক নানা উৎসবে প্রশংসা কুড়িয়েছে, জিতেছে পুরস্কারও। গত বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও এটি ছিল উদ্বোধনী ছবি। এদিকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আসছে জয়ার আরেক সিনেমা ‘জয়া আর শারমিন’। পিপলু আর খানের পরিচালনায় সিনেমাটি গত ১৬ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এবার তা চরকিতে মুক্তি পাচ্ছে এই সেপ্টেম্বরেই। ছবিটির গল্প গড়ে উঠেছে করোনাকালের পটভূমিতে। দুই নারীর মধ্যে বন্ধুত্বের এক কোমল, জটিল সম্পর্ক ফুটে উঠেছে এখানে। শুরুতে পেশাগত সম্পর্ক থাকলেও ধীরে ধীরে গড়ে ওঠে এক গভীর বন্ধন। রান্না, গল্প আর স্মৃতিচারণের মধ্যে দিয়ে তারা একে অপরের খুব কাছের হয়ে ওঠে-তবু মাঝখানে থেকে যায় এক অদৃশ্য দেয়াল। একজন তারকাখ্যাতি পাওয়া জয়া, আরেকজন সাধারণ জীবনের শারমিন। এই পার্থক্যই একসময় সম্পর্কটাকে জটিল করে তোলে। এখানে জয়া নিজেই অভিনয় করেছেন নিজের চরিত্রে, আর শারমিনের চরিত্রে আছেন মহসিনা আক্তার। এই সিনেমার সহপ্রযোজকও জয়া।