স্থানীয় সংবাদ

বাগেরহাটে আবারও ৩ দিনের হরতাল কর্মসূচি দিয়ে ২ দিনের হরতাল প্রত্যাহার

# ৪টি নির্বাচনী আসন পুর্নবহালেরর দাবীত #

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সোমবার সকাল থেকে শুরু হয়েছে ৩ দিনের হরতাল কর্মসূচি। পূর্ব ঘোষিত টানা ৩ দিনের হরতালের পরিধি ও সময় কিছুটা কমিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি-জামায়াতের নেতৃত্বে সর্বদলীয় সম্মিলিত কমিটি। ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয় ভ্যান-রিকশা ইজিবাইক হরতালের আওতামুক্ত রেখে সোমবার সকাল থেকে শুরু হয়েছে সকাল-সন্ধ্যা হরতাল। পাশাপাশি অ্যা¤॥^ুলেন্সসহ অন্যান্য জরুরি সেবাদানেও কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে না। সরকারি অফিস-আদালতের ওপর নজরদারি রাখছে আন্দোলনকারীরা। মঙ্গল ও বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পালিত হবে এ হরতাল। এর আগে রোববার দুপুরে সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির নেতা এম এ সালাম প্রেস ব্রিফিং করে হরতালের এ পরিধি ও সময় ঘোষণা করেন। এ দিকে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বাগেরহাট জেরা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক এম.এ সালাম বলেন, জনগণের ভোগান্তি কমাতে রিকশা, ইজিবাইক, মোটরসাইকেল চলবে। শুধু মহাসড়কে কোনো প্রকার যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক চলবে না। স্থানীয় যোগাযোগের ছোট সড়ক হরতালের আওতামুক্ত থাকবে। আসন্ন দূর্গাপুজার জন্য ব্যবসাপ্রতিষ্ঠানও হরতালের আওতামুক্ত থাকবে। তবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব জামায়াত নেতা শেখ মো. ইউনুস বলেন, জরুরি সেবাদানকারী যানবাহন, অ্যাম্বুলেন্স, আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি, বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের গাড়ি, পরীক্ষার্থীদের বাহন, রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল ও বাইসাইকেল হরতালের আওতার বাইরে থাকবে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু বরেন, আমরা উচ্চ আদালতে রিট করার সব প্রক্রিয়া সম্পন্ন করেছি। আশা করি আগামী সপ্তাহে শুনানি হবে। আমরা কাংখিত আসন ফিরে পাব। এদিকে আবার সোমবার বিকেলে সর্বদলীয় সম্মিলিত কমিটি পরবর্ত্তি ২ দিনের হরতাল প্রত্যাহার করে নির্বাচন অফিসের সম্মুখে অবস্থান ও বিক্ষোভ কর্মসুচী দিয়েছে#

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button