আন্তর্জাতিক

রাশিয়ার হামলায় ইউক্রেনে হতাহত ১১

প্রবাহ ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার হামলায় দুই ব্যক্তি নিহত ও এক শিশুসহ কমপক্ষে নয় জন আহত হয়েছে। ইউক্রেনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। পশ্চিমা দেশগুলোর অব্যহত নিন্দা সত্ত্বেও মস্কো তিন বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেডোরভ বলেছেন, রাশিয়া দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে হামলা চালিয়েছে। তাদের ওই হামলায় এক ব্যক্তি নিহত এবং নয় জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। দক্ষিণ মাইকোলাইভ অঞ্চলের গভর্নর ভিটালি কিম বলেছেন, রাশিয়ার সেনারা দক্ষিণ মাইকোলাইভ অঞ্চলের একটি খামারে হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় একজন ট্রাক্টর চালক নিহত হয়েছেন। কিম টেলিগ্রাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছেন, ‘বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়।’ গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলাদাভাবে উচ্চপর্যায়ের বৈঠক করলেও সংঘাতের মীমাংসায় একটি সমঝোতায় পৌঁছানোর আশা কমে গেছে। ন্যাটোর দুই সদস্য দেশ পোল্যান্ড ও রোমানিয়া রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে হামলার অংশ হিসেবে তাদের আকাশসীমায় ড্রোন পাঠানোর অভিযোগ তোলার পর থেকে উত্তেজনা আরও বেড়ে গেছে। এই কথিত অনুপ্রবেশের পর উভয় দেশ যুদ্ধবিমান মোতায়েন করে এবং পোল্যান্ড বেলারুশের সঙ্গে তার সীমান্ত বন্ধ করে দেয়। বেলারুশ হচ্ছে মস্কোর ঘনিষ্ঠ মিত্র। এ সময় মিনস্ক রুশ সেনাদের সঙ্গে যৌথ সামরিক মহড়াও চালায়। মস্কো এই অভিযোগগুলো গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছে এবং বলেছে যে ড্রোনগুলো রাশিয়ার ছিল— পোল্যান্ড ও রোমানিয়া কেউই এর স্বপক্ষে বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। রোমানিয়ার ঘটনাটিকে ইউক্রেনের ‘উসকানি’ বলে উল্লেখ করেছে রাশিয়া।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button