স্থানীয় সংবাদ

দৌলতপুর থানায় নতুন ওসির যোগদান

# থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার্থে সর্বোচ্চ পর্যায়ে কাজ করবো #

স্টাফ রিপোর্টার : খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র অর্ন্তভুক্ত দৌলতপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে কর্মস্থলে যোগদান করেছেন মো. রফিকুল ইসলাম। সর্বশেষ তিনি খালিশপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। দৌলতপুর থানার সদ্য যোগদানকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, পুলিশ জনগনের সেবক। জনগনের সেবা প্রদান করাই পুলিশের মূল কাজ। আমি দৌলতপুর থানা এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার্থে সর্বোচ্চ পর্যায়ে কাজ করতে চাই। পুলিশ যেন জনগনের সেবক হিসাবে সততা, নিষ্ঠা ও দায়িত্বের সাথে অর্পিত দায়িত্বপালন যথাযথভাবে পালন করে পারে, সে ব্যাপারে সকলে সহযোগীতা পাবো বলে বিশ্বাস করি। আমার সর্ব্বোচ চেষ্টা থাকবে দৌলতপুর থানাকে যেন জনগনের বাসযোগ্য হিসাবে গড়ে তুলতে পারি। তিনি আরো জানান, মাদক নিয়ন্ত্রন ও নিমূলের লক্ষে কাজ করবো, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। পাশাপাশি কেবলমাত্র মাদক নয় বরং থানাধীন এলাকায় সন্ত্রাস, অসম্প্রদায়িক বিরোধী কর্মকান্ড, চুরি-ছিনতাইসহ সকল প্রকার অপরাধ মূলক কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনসহ জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে দৌলতপুর থানা পুলিশ দায়িত্বের সাথে কাজ করবে। তার নতুন কর্মস্থলে যোগদানের পর থানার কর্মরত পুলিশ কর্মকর্তা, কর্মচারীবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button