খুলনা বিএসটিআই অফিস’র মোবাইল কোর্ট অভিযানে মামলা, জরিমানা

# জব্দকৃত ম্যাংগো ড্রিংকস পরীক্ষা শেষে নি¤œমানের হওয়ায় বিনষ্ট #
স্টাফ রিপোর্টার : খুলনা বিএসটিআই বিভাগীয় অফিস ও খুলনা জেলা প্রশাসন এর সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে সোনাডাঙ্গা বাগানবাড়ির মনি মুক্তা বেকারী নামীয় ব্রেড ও বিস্কুট উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারা অনুযায়ী দশ হাজার টাকা জরিমানা করা হয় । মোবাইল কোর্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা এর নেতৃত্বে পরিচালিত হয়। বিএসটিআই খুলনা বিভাগীয় অফিস কর্মকর্তা প্রকৌঃ মোঃ মাহমুদুল হাসান রানা ফিল্ড অফিসার (সিএম) মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। জনস্বার্থে খুলনা বিএসটিআই এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। গত ২৩ জুলাই-২০২৫ মোবাইল কোর্ট অভিযানে দৌলতপুর বনানী পাড়া এলাকায় অবস্থিত খুলনা ফুড এন্ড এগ্রো প্রসেসিং কোম্পানি থেকে জব্দকৃত ফ্রুট ড্রিংকস(ম্যাংগো ফ্লেভার) মালামাল পরীক্ষা শেষে নি¤œমানের হওয়ায় বিনষ্ট করা হয়।