স্থানীয় সংবাদ

হাইকোর্টের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন খুলনার খাদ্য বিভাগ

উচ্চ আদালতের দেওয়া আদেশ অবমাননা আর অভিযোগ উঠেছে খুলনা খাদ্য বিভাগের কর্মকর্তাদের ওপর,জানা যায় চলিত মাসের ৪সেপ্টেম্বর খুলনা মহানগরের ও এম এস ডিলার হুমায়ুন আলী ও যশোর পৌরসভার মোট আট জন ডিলার বাদী হয়ে রিট পিটিশন দায়ের করেন যার মামলা নং-১০১১৪/২০২৫ যার প্রেক্ষিতে মহামান্য হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব এবং ফাতেমা আনোয়ার আগামী ৩ মাসের জন্য খুলনা মহানগর এবং যশোর পৌরসভায় যে সকল ডিলার নিয়োগ দেওয়া হয় তাদের ডিলার নিয়োগ বাতিলসহ তিন মাসের জন্য স্থগিত করেন এবং পুরাতন ডিলারদের লাইসেন্স নবায়ন করার নির্দেশ দেন। গত ৪ তারিখে আদেশ দিলেও সেটা বাস্তবায়ন করছে না খুলনার খাদ্য বিভাগ খুলনার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশিদ এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তার সাথে সাক্ষাৎ মিলেনি একাধিকবার অফিসে এবং ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি, এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক তানভীর রহমানের সাথে কথা বললে তিনি জানান আমরা সুধু কার্যক্রম বাস্তবায়ন করি নিয়োগ সংক্রান্ত সকল বিষয় দেখাশোনা করে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এবং বিভাগীয় কমিশনার। বাস্তব চিত্রে দেখা যায় পুরাতন ও এম এস ডিলারদের পক্ষে মহামান্য আদালতের আদেশের কপি গত গত ১১/৯/২০২৫ এ মো খালিদ হোসেন জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে জমা দেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button