স্থানীয় সংবাদ
পথের বাজারে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় খানজাহান আলী থানা পুলিশ ৩০ সেপ্টেম্বর দুপুরে পথেরবাজার পুলিশ চেকপোস্ট থেকে মাদক কারবারি ফাতেমা বেগম ওরফে ফতে (৩৭) নামের মাদক কারবারীকে গ্রেফতার করেছে। তাকে ১ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।