স্থানীয় সংবাদ

মানুষ নির্বিঘেœ ধর্মীয় উৎসব পালন করছে -স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

খবর বিজ্ঞপ্তি ঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বুধবার দুপুরে যশোর জেলার কেশবপুর উপজেলার কেশবপুর সার্বজনীন শ্রী শ্রী হরিতলা সম্প্রীতি মন্দির, কালিবাড়ি সার্বজনীন পূজা মন্দির, ত্রীপল্লী সার্বজনীন পূজা মন্দিরসহ উপজেলার বিভিন্ন পূজাম-প পরিদর্শন এবং ভক্তদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শন শেষে মতবিনিময়কালে সিনিয়র সচিব বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব। হিন্দু ধর্মাবলম্বীদের হলেও এটি সার্বজনীন উৎসব হিসেবে বাংলাদেশে পালিত হয়ে আসছে। দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘেœ ও শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় উৎসবগুলো পালন করতে পারছে। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অত্যন্ত চমৎকার। তিনি বলেন, প্রতি বছর মা দুর্গা আসেন, অসুরকে বধ করা জন্য। অনুরূপভাবে সমাজে দুষ্টের দমন ও শিষ্টের পালন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সমাজে একধরণের অসুর আছে যারা সবসময় বিশৃঙ্খলা তৈরি করতে চায়। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। একাজে সরকার আমার আপনার পাশে রয়েছে। এসময় খুলনা পুলিশের রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল হক, পুলিশ সুপার রওনক জাহান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহসম্পাদক অমলেন্দু দাস অপু, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এবছর কেশবপুর উপজেলার পৌরসভাসহ ১২টি ইউনিয়নে প্রায় একশত ম-পে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে চৌগাছা উপজেলার বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেন এবং ভক্তদের সাথে মতবিনিময় করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button