স্থানীয় সংবাদ

ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির নব-নির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত

খানজাহান আলী থানা/ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ ঐতিহ্যবাহী ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক সাধারণ নির্বাচনে বিজয়ী নেতৃবৃন্দের শপথ অনুষ্ঠান গতকাল ১ অক্টোবর আছরবাদ ফুলবাড়ীগেট বাসস্টান্ডে অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটি চেয়ারম্যান হাফেজ মাওলানা মুফতি হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোল্যা সোহাগ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাজার বনিক সমিটির নবনির্বাচিত সভাপতি ও খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি মীর কায়সেদ আলী, সাধারণ সম্পাদক ও জামাত নেতা ডাঃ সৈয়দ গোলাম কিবরিয়া, নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও বিএনপি নেতা মোঃ ইকবাল হোসেন মিজান, মোঃ মইন উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে নবনির্বাচতদের শপথ পাঠ ও দোয়া পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মুফতি হাফিজুর রহমান। অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি মীর কায়ছেদ আলী, সহ-সভাপতি মাসুদ মোড়ল ও নূরুল আমিন, সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ আজিবর রহমান ও আজাদ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আহমেদ, প্রচার সম্পাদক মোঃ আব্বাস তালুকদার,কোষাধক্ষ্য মোঃ হাবিবুর রহমান, ধর্ম, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ নূর আলম এবং কার্যকারী সদস্য শেখ আবু বক্কর সিদ্দিক স্বাধীন, মোঃ মাসুম বিল্লাহ ও মোঃ মোফাজ্জেল হোসেন।
অনুষ্ঠানে ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা শেখ ইকবাল হোসেনসহ বাজারের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য দীর্ঘ ১৯ বছর পর গত ২২ সেপ্টেম্বর ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির সুষ্ঠু, সুন্দর ও শান্তিপুর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি ও যোগিপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চেয়ার প্রতীকের মীর কায়সেদ আলী ১৭১ ভোট ব্যবধানে জয়লাভ করেন এবং সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেসিসি ৩নং ওয়ার্ডের সভাপতি ডাঃ সৈয়দ গোলাম কিবরিয়া তালা প্রতীক নিয়ে ৭৭ ভোট ব্যবধানে জয়লাভ করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button