শহীদ শেখ রহমত আলীর শাহাদাত বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৫৯তম শহীদ, বিএল কলেজ ছাত্র সংসদের সাবেক সাহিত্য সম্পাদক ও কলেজ শাখার সাবেক সেক্রেটারি শহীদ শেখ রহমত আলীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখা। বুধবার (১ অক্টোবর) খুলনার শহীদ শেখ রহমত আলী মিলনায়তনে এ কর্মসূচি পালন করা হয়। ছাত্রশিবির খুলনা মহানগর শাখার সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে এবং সেক্রেটারি রাকিব হাসানের পরিচালনায় খুলনা মহানগর শাখার অফিস সম্পাদক ইসরাফিল হোসেন, বায়তুলমাল সম্পাদক আসিফ বিল্লাহ, প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আহমেদ সালেহীন, প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ, পাঠাগার সম্পাদক সেলিম হোসেন, স্কুল ও বিতর্ক সম্পাদক আদনান মল্লিক যুবরাজসহ বিভিন্ন স্তরের জনশক্তি উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ১৯৯৩ সালের ২০ সেপ্টেম্বর তৎকালীন ক্ষমতাসীন সরকারের মদদপুষ্ট সন্ত্রাসী বাহিনী সারা মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠান সন্ত্রাসের লীলাভূমিতে পরিণত করে। সন্ত্রাসীরা তা-বলীলা চালিয়ে বিএল কলেজ ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক শেখ রহমত আলীকে বর্বরোচিতভাবে আক্রমণ করে সন্ত্রাসের কলঙ্কজনক অধ্যায় রচনা করে। পরবর্তীতে ২ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় তিনি শাহাদাত বরণ করেন।