খুলনায় সুদীর্ঘ ইতিহাসের ধারাবাহিকতায় সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত অব্যাহত থাকবে —অধ্যাপক মাহফুজুর রহমান

খবর বিজ্ঞপ্তি ঃ
খুলনায় সুদীর্ঘ ইতিহাসের ধারাবাহিকতায় সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত অব্যাহত থাকবে। উৎসমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উৎযাপনের জন্য হিন্দুধর্মাবলম্বীদের প্রতি আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, হিন্দু ধর্মাবলম্বীসহ সকল সম্প্রদায়ের মানুষ এদেশের সামাজিক সম্প্রীতির অন্যতম অংশীদার। পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই আমাদের সবার লক্ষ্য। ধর্মীয় সম্প্রীতির দেশ বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা উদযাপন শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হওয়া উচিত। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের পূজা উৎসব অত্যন্ত সুন্দর, শান্তি ও শৃঙ্খলার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমুখী সংগঠন। সকল ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা বিশ্বাসী। হিন্দু সম্প্রদায়ের ধর্ম পালনে যাতে কোনো ধরনের বিঘœ না ঘটে, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি। আপনারা এ দেশের নাগরিক, নাগরিক হিসেবে আপনাদের সব ধরনের অধিকার ভোগ করার ন্যায্যতা রয়েছে। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। বুধবার (১ অক্টোবর) খুলনা-৩ আসনের দৌলতপুর থানাধীন পাবলা মধ্যপাড়া সার্বজনীন পুজা মন্দিরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
পূজা মন্দির কমিটির সহ সভাপতি বাবু অমর কুমার কুন্ডুর সভাপতিত্বে ও সহ সাধারণ বাবু সঞ্জয় কুমার রায় এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, মহানগরী কর্ম পরিষদ সদস্য অধ্যাপক ইকবাল হোসেন, দৌলতপুর থানা আমীর মোশাররফ আনসারী, সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন। অন্যান্যের মধ্যে ইবাদত হোসেন, আমিনুর রহমান, বিরাজ আহমেদ, জাহাঙ্গীর হুসাইন, হাবিবুর রহমান, মন্দির কমিটির সদস্য বাবু প্রকাশ চন্দ্র অধিকারী, বাবু গুরুদাস কুন্ডু, বাবু নাখিল চন্দ্র বিশ্বাস, বাবু জয়দেব চক্রবর্তী, বাবু গৌতম কুমার রায়, বাবু সৈকত রায়, গৌরাঙ্গ সরকার, বাবু প্রলয় কুমার শীল, বাবু অনুপ কুমার কুন্ডু, বাবু কার্তিক কুমার দে, এডভোকেট বাবু কমল কুমার শীল, বাবু তাপস সরকার, বাবু সুজিত কুমার, বাবু সুশীল কুমার কুন্ডু, সাধন চন্দ্র রায়, চন্দ্র ভট্টাচার্য, বিষ্নু কুমার রায়, কালি পদ দে, বাবু প্রকাশ চন্দ্র বাড়ই প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় অধ্যাপক মাহফুজুর রহমান আরও বলেন, একসাথে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে এলাকার উন্নয়ন ও পারস্পারিক সম্প্রীতি রক্ষায় কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের কাছ থেকে পূজা উদযাপনের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। নির্বিঘেœ ও স্বাধীনভাবে পূজা উদযাপনে যেকোনো প্রয়োজনীয় সহযোগিতা জামায়াতে ইসলামীর কর্মীরা করছেন বলে তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন। অতীতে যেকোনো সমস্যায় জামায়াতের নেতারা সবসময় পাশে ছিলেন এবং ভবিষ্যতেও তারা এ সহযোগিতা অব্যাহত রাখবেন বলে মন্দির কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।