স্থানীয় সংবাদ

ধর্মীয় সব ভেদাভেদ ভুলে সব ধর্মের অনুসারীর সহযোগিতায় একটি আগামীর স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব : মাওলানা আবুল কালাম আজাদ

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, আমাদের দেশে হিন্দু মুসলিম একসাথে বসবাস করি পাশাপাশি থাকি; এটা বিশ্বের কোথায়ও নেই। হিন্দু ভাইদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে দেশে দাঙ্গা হাঙ্গা তৈরি করার জন্য একটি বিশেষ মহল উঠে পরে লেগেছে সেই দিকে আপনারা দৃষ্টি রাখবেন। কোন অপশক্তি যেন আমাদের শান্তি বিনষ্ট করতে না পারে। এ সময় তিনি দেশের পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের বাড়িঘর, মন্দির ও গির্জাসহ বিভিন্ন উপাসনালয় নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করে বলেন, এই দেশ আপনাদের আমাদের সবার। দেশকে ভালো রাখার দায়িত্বও আমাদের। জামায়াত বিশ্বাস করে, ধর্মীয় সব ভেদাভেদ ভুলে বাংলাদেশে সব ধর্মের অনুসারীর সহযোগিতায় একটি আগামীর স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে হিন্দু সমাজের ভূমিকা অপরিসীম।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের রয়েছে ধর্মীয় সম্প্রীতির গৌরবোজ্জ্বল ইতিহাস। সংখ্যালঘু. সংখ্যাগুরু বিভাজন না রেখে প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিত করা সবার দায়িত্ব। তিনি বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে হিন্দু-মুসলমান একত্রে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। তখন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা মন্দির পাহারা দিয়ে সাম্প্রদায়িক সম্প্র্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছে। বুধবার (১ অক্টোবর) দিনব্যাপী খুলনা-৬ আসনের পাইকগাছা উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা গোলাম সারোয়ার, ছাত্রশিবিরের খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার গিফারী, খুলনা জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা এস এম আমিনুল ইসলাম, কাজী তানজিদ আলম, এডভোকেট আব্দুল মজিদ, প্রফেসর আব্দুল মমিন সানা, মাওলানা শেখ কামাল হোসেন, পাইকগাছা উপজেলা নায়েবে আমীর বুলবুল আহমেদ, সেক্রেটারি মো. আলতাফ হোসেন, পাইকগাছা পৌর আমীর আসাদুল ইসলাম, সেক্রেটারি মো. মিজানুর রহমান, পাইকগাছা উপজেলার ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আহমাদ আলী, ছাত্রনেতা তামিম রায়হান, আল মামুন, পাইকগাছা পৌরসভা পূজা উদযাপন পরিষদ সভাপতি বাবুরাম মন্ডল, ৭ নং গদাইপুর পূজা উদযাপন পরিষদ সভাপতি প্রকাশ ঘোষ বিধান, ৬ নং সোলাদানা পূজা উদযাপন পরিষদ সভাপতি রেভাসেন্ধু সরকার, পাইকগাছা উদযাপন পরিষদ কোষাধাক্ষ পীযূষ কান্তি সাধু, ৬নং লসকার পূজা উদযাপন পরিষদ সভাপতি বিকাশ, চাঁদখালী পূজা উদযাপন পরিষদের নেতা কনক সরকার, পাইকগাছা পৌরসভা পূজা উদযাপন পরিষদ কোষাধ্যক্ষ তুষার কান্তি মন্ডল প্রমুখ।
মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আপনারা সকলে সজাগ দৃষ্টি রাখবেন। আমরা আদর্শের কথা বলি। রাসুলের আদর্শে আমরা আর্দশিত। আমরা যা বলি তা করি। আমরা যা বলিনা তা করিনা। আপনারা অবশ্যই তার প্রমাণ পেয়েছেন। আমরা আপনাদের পাশে সর্বদা রয়েছি। শুধু দিনে নয় গভীর রাতেও যদি আমাদের কাউকে মুঠোফোনে কল করে আপনার বিপদের কথা জানান আমরা সেখানে গিয়ে উপস্থিত হবো ইনশাআল্লাহ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button