স্থানীয় সংবাদ

বাগেরহাটে দুই আনসার সদস্য হাতে-নাতে ধরা খেয়ে প্রত্যাহার

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া এলাকার একটি মন্দিরে চলমান দূর্গা পুজার ডিউটি করতে গিয়ে অনৈতিক কাজে লিপ্ত হয়ে হাতে-নাতে ধরা পড়েছেন দুই আনসার সদস্য। তাদের কে ডিউটি থেকে প্রত্যাহার করা হয়েছে। এরা হলো বাগেরহাট সদর উপজেলার মগরা এলাকার হাবিবুর রহমানের ছেলে আনসার সদস্য (পিসি) আবু বক্কার (২৫) ও একই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে নাসিমা বেগম (২২)। জানা গেছে, বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া রামকৃষ্ণ সেবা আশ্রম সার্বজনিন দুর্গা মন্দিরে ডিউটি করতে গিয়ে মঙ্গলবার দিনগত রাত ২ টার দিকে তার অসামাজিক কাজে লিপ্ত হয়। এ সময় কর্তব্যরত অন্য আনসার সদস্য ও স্থানীয়রা হাতে-নাতে তাদের ধরে ফেলে এবং পুলিশে দেয়। এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ মাহামুদ উল হাসান বলেন, তাৎক্ষনিকভাবে দুইজন কে প্রত্যাহার করে নতুন সদস্যদের ডিউপিতে দেয়া হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button