স্থানীয় সংবাদ

বেনাপোল সীমান্তে ভারতে মৃত বাবাকে শেষবারের মতো দেখলেন বাংলাদেশের মিতু

বেনাপোল প্রতিনিধি ঃ-
যশোরের বেনাপোল ধান্যখোলা সীমান্তের শূন্যরেখায় শেষবারের মতো ভারতীয় নাগরিক জব্বার মন্ডল (৭৫)এর লাশ দেখলেন তার মেয়ে মিতু মন্ডল ও আত্মীয় স্বজনরা। সুযোগটি করে দেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
বুধবার (১ লা অক্টোবর) বিকালে সীমান্তের মেইন পিলার ২৫/৬-এস এর নিকট কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যম লাশ মেয়ে ও স্বজনদের দেখানো হয়। জব্বার মন্ডল উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার বাশঘাটা গ্রামের বাসিন্দা।তার মেয়ে মিতু মন্ডল স্বামী বাবলু মন্ডল বেনাপোল পোর্ট থানার বেনাপোল পোড়াবাড়ি গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, ভারতের বাগদা থানার বাশঘাটা গ্রামে ভারতীয় নাগরিক জব্বার মন্ডল (৭৫) বার্ধক্যজনিত কারণে গত ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মঙ্গলবার মারা যান।
মৃত্যুর খবর পেয়ে স্বজনরা লাশ দেখতে বিজিবির কাছে আবেদন করেন।
অপরদিকে বাংলাদেশে অবস্থিত জব্বার মন্ডল এর স্বজনদের লাশ দেখানোর জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে বিজিবি’র সঙ্গে যোগাযোগ করা হয়।এ প্রেক্ষিতে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ স্বজনদের দেখানোর ব্যবস্থা করা হয়। পরে লাশ দেখার শেষে লাশ দাফনের উদ্দেশ্যে ভারতে নিয়ে যাওয়া হয় এবং বাংলাদেশি স্বজনরা তাদের নিজ বাড়িতে ফিরে যান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button