জাতীয় সংবাদ

জুস খাইয়ে প্রবাসীর টাকা-মোবাইল লুট

লাগেজের লোভে ধরা পড়লো চোর

প্রবাহ রিপোর্ট : বিমানবন্দর থেকে বাসে বাড়ি ফেরার পথে দুবাইপ্রবাসী এ আর হোসেনকে জুস খাইয়ে অজ্ঞান করে মানিব্যাগ, মোবাইল ফোন, স্বর্ণালংকার চুরি করে নিয়েছে অজ্ঞান পার্টির সদস্য। গত বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে নওগাঁগামী একতা পরিবহনের বাসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী এ আর হোসেনের বাড়ি বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রামে। দুবাই থেকে ঢাকায় নেমে তিনি গ্রামের বাড়িতে ফিরছিলেন। বাসে তার পাশের আসনের যাত্রী ছিলেন অজ্ঞান পার্টির সদস্য আরমান হোসেন। তার বাড়ি নরসিংদী জেলায়। পুলিশ আরমানকে আটক করেছে। প্রত্যক্ষদর্শী ও বাসের স্টাফদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ আর হোসেন দুবাই থেকে গত বুধবার সকালে ঢাকায় পৌঁছান। বেলা ১১টার দিকে তিনি গ্রামের বাড়ি আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম যাওয়ার উদ্দেশে উত্তরা থেকে একতা পরিবহনের বাসে ওঠেন। বাসে পাশের আসনে বসা যাত্রী আরমান হোসেনের সঙ্গে তার আলাপ হয়। একপর্যায়ে বগুড়ার শেরপুরের আগে আরমান বোতল বের করে তাকে জুস খাওয়ার প্রস্তাব দেন। ওই জুস খাওয়ার পর হোসেন অজ্ঞান হয়ে পড়েন। এ আর হোসেন বলেন, আমার নামার কথা ছিল বগুড়া-নওগাঁ সড়কের চৌমুহনী মোড়ে। কিন্তু অচেতন হয়ে থাকায় বাসের সর্বশেষ গন্তব্যস্থল নওগাঁ বাসস্ট্যান্ডে চলে আসি। এখানে আসার পর পাশে বসা ওই যাত্রী ও বাসের সুপারভাইজার আমাকে বাস থেকে নামান এবং মুখ-চোখে পানি দেন। চেতনা ফেরার পরই আমি পাশের সিটের যাত্রীকে ধরে ফেলি। পরে অন্য যাত্রীদের সহযোগিতায় তার কাছ থেকে আমার চুরি হওয়া টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার উদ্ধার করি। তার উদ্দেশ্য ছিল বাসের লকারে থাকা আমার ব্যাগ নেওয়ার। ওই ব্যাগে আরও কিছু মূল্যবান জিনিস ছিল। নওগাঁ সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button