জাতীয় সংবাদ

৩ বিভাগে নদীসংলগ্ন নি¤œাঞ্চলে বন্যার আভাস

প্রবাহ রিপোর্ট : বঙ্গোপসাগরে বর্তমানে গভীর নি¤œচাপ অবস্থান করছে। এটি গতকাল বৃহস্পতিবার রাতে উপকূল অতিক্রম করতে পারে। এদিকে গত বুধবার থেকে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। বিশেষ করে উপকূলে অতিভারী বর্ষণের আভাস রয়েছে। এ অবস্থায় দেশের তিন বিভাগে নদী সংলগ্ন নি¤œাঞ্চলে বন্যার আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। গতকাল বৃহস্পতিবার দুপুরে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি আগামী দুদিন বৃদ্ধি পেতে পারে। এ সময়ে মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদী ফেনী জেলায় বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নি¤œাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিনদিন বৃদ্ধি পেতে পারে। এ সময়ে তিস্তা নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং লালমনিরহাট ও নীলফামারী জেলার নদীসংলগ্ন নি¤œাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানি সমতল আগামী তিনদিন বৃদ্ধি পেতে পারে। এ সময়ে সোমেশ্বরী, ভুগাই ও কংস নদী শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নি¤œাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button