বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের কবর স্থায়ীভাবে সংরক্ষণে নির্দেশনা

প্রবাহ রিপোর্ট : গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ব্যক্তিদের কবর স্থায়ীভাবে সংরক্ষণ এবং আদর্শিক স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে দেশের সব সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও পৌরসভাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত এক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, শহীদদের কবর সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ স্থাপনের এই উদ্যোগ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হয়। চিঠির অনুলিপি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে। সভায় জানানো হয়েছে, গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর ও অশনাক্ত কবর যাচাইয়ের কাজ চলছে। কিছু শহীদ পরিবারের আপত্তির কারণে কবর সংরক্ষণের কাজ এখনো শুরু করা সম্ভব হয়নি। দক্ষিণাঞ্চলের কিছু জেলায় বর্ষার কারণে কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে।