জাতীয় সংবাদ

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের কবর স্থায়ীভাবে সংরক্ষণে নির্দেশনা

প্রবাহ রিপোর্ট : গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ব্যক্তিদের কবর স্থায়ীভাবে সংরক্ষণ এবং আদর্শিক স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে দেশের সব সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও পৌরসভাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত এক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, শহীদদের কবর সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ স্থাপনের এই উদ্যোগ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হয়। চিঠির অনুলিপি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে। সভায় জানানো হয়েছে, গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর ও অশনাক্ত কবর যাচাইয়ের কাজ চলছে। কিছু শহীদ পরিবারের আপত্তির কারণে কবর সংরক্ষণের কাজ এখনো শুরু করা সম্ভব হয়নি। দক্ষিণাঞ্চলের কিছু জেলায় বর্ষার কারণে কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button