জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মণিরামপুর সাংবাদিকদের সাথে মতবিনিময়

মণিরামপুর (যশোর) প্রতিনিধি ঃ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া শুক্রবার বিকেলে যশোরের মণিরামপুর প্রেসক্লাব পরিদর্শন করেন এবং প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। মতবিনিময় সভায় আইয়ুব ভুইয়া বলেন, “সারা দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রেসক্লাবের সাংবাদিকদের জাতীয় প্রেসক্লাবের আওতায় আনার চিন্তা করা হচ্ছে। বিগত কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল। বর্তমান কমিটি এ বিষয়ে কাজ করছে। দেশের সকল জেলা পর্যায়ের প্রেসক্লাবের সাংবাদিকরা আগামীতে জাতীয় প্রেসক্লাব ব্যবহার করার সুযোগ পাবে”। তিনি আরও উল্লেখ করেন, “জাতীয় প্রেস ক্লাবের দায়িত্ব পাওয়ার পর দেশের বিভিন্ন জেলার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাঁদের খোঁজখবর নিয়েছি। আমরা সাংবাদিকরা কোনো দল বা মতের নই বরং সাংবাদিকদের স্বার্থ ও অধিকার রক্ষায় আমরা সাংবাদিকরা ঐক্যবদ্ধ আছি”। এ সময় তার সফরসঙ্গী ছিলেন কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব ও জাতীয় প্রেসক্লাবের সদস্য লায়ন মীর আব্দুল আলীম, বাসসের স্টাফ রিপোর্টার এসএম রাশিদুল ইসলাম। মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমানের সভাপতিত্বে ও সাধরণ সম্পাদক মোতাহার হোসেন দুষ্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের মোঃতিষ্ঠাতা সদস্য নিছার উদ্দীন খান আজম, সিনিয়র সাংবাদিক অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন, শাহিনুর রহমান পান্না, সহ-সভাপতি জিএম ফারুক আলম, ইলিয়াস উদ্দীন মোঃ প্রমুখ।