স্থানীয় সংবাদ

নগরীতে পিতা হত্যার ২৪ ঘন্টার মধ্যেই ঢাকা থেকে হত্যাকারী পুত্র-পুত্রবধূ গ্রেপ্তার

হত্যার পর টাকা নিয়ে পালিয়ে যায় লিমন-চাঁদনী

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর বসুপাড়া বাঁশতলায় চাঞ্চল্যকর বাবা লিটন খান হত্যার ঘটনায় ছেলে ও পূত্রবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই শুক্রবার রাতে তাদের ঢাকার পল্লবী থানা এলাকার একটি কুরিয়ার সার্ভিসের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার রাতে তাদের খুলনায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বক্কার সিদ্দিক লিমন ও পুত্রবধূ চাঁদনী এ হত্যাকান্ডের কথা স্বীকার করেছে। এমনকি তারা পিতাকে হত্যার পর ঘরে থাকা বেশকিছু টাকাও নিয়ে গেটে তালা দিয়ে পালিয়ে যায় বলেও পুলিশকে জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, পিতা লিটন খান হত্যাকান্ডের তার ছেলে আবু বক্কার সিদ্দিক লিমন ও পুত্রবধূ চাঁদনী খুলনা থেকে পালিয়ে ঢাকায় চলে যায়। তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত হয়ে মামলার তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা মডেল থানার এসআই হাসানের নেতৃত্বে একটি টিম শুক্রবার রাতে ছেলে লিমন ও তার স্ত্রী চাঁদনীকে ঢাকার পল্লবী থানা এলাকার জননী কুরিয়ার সার্ভিসের সামনে থেকে গ্রেপ্তার করে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে তাদের খুলনায় আনা হয়। সোনাডাঙ্গা মডেল থানায় রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছেন ওসি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে নগরীর সোনাডাঙ্গা বসুপাড়া বাঁশতলা মোড়ে বরকতিয়া মসজিদ এলাকার নিজ বাড়িতে পিতা লিটন খানকে শ্বাসরোধ ও গলা কেটে হত্যার অভিযোগ ওঠে তার ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে লিটন খানের স্ত্রী বাইরে গেলে বাড়িতে তার স্বামী, ছেলে আবু বক্কার সিদ্দিক লিমন ও পুত্রবধূ চাঁদনী ছিলেন। রাত ১১টার দিকে বাড়ি ফিরে দরজায় বাইরে থেকে তালা দেখতে পান লিটনের স্ত্রী। তালা খুলে ভেতরে প্রবেশ করলে তিনি মেঝেতে স্বামীর মরদেহ দেখতে পান। এ সময় লিটনের গলায় ওড়না পেঁচানো, গলায় ধারালো অস্ত্রের আঘাত এবং পাশে রক্তমাখা বটি পড়ে ছিল। ঘটনার পর থেকেই নিহতের ছেলে লিমন ও তার স্ত্রী চাঁদনী পালিয়ে যায়। নিহত লিটন খান ফেরি করে মাছ বিক্রি করতেন। তার ঘাতক পুত্র আবু বকর লিমন দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, লিটন খান সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছেন। ওই টাকা থেকে ছেলে লিমন ২০ হাজার টাকা দাবি করে আসছিলো। কিন্তু ছেলে নেশাগ্রস্ত হওয়ায় পিতা টাকা দিতে অস্বীকৃতি জানায়। এ কারণে বৃহস্পতিবার রাতে স্ত্রী বাইরে গেলে সুযোগটি কাজে লাগায় ছেলে লিমন ও তার স্ত্রী চাঁদনী। প্রথমে তারা লিটন খানকে গলায় ফাঁস দিয়ে ও পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করতে ঘরে থাকা ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যা করে। হত্যাকা-ের পর পরই তারা ঘটনাস্থল ত্যাগ করে।ঘটনাস্থল থেকে পুলিশ হত্যাকা-ে ব্যবহৃত ধারালো বটি উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী শিউলি বেগম বাদি হয়ে নিজ পুত্র ও পুত্র বধূকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button