স্থানীয় সংবাদ

খুলনার ছয়টি আসনে জামায়াতের প্রার্থীরা প্রচার প্রচারণায় এগিয়ে

# এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে #

স্টাফ রিপোর্টার ঃ ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের শরিক হিসেবে খুলনার দুটি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে জয় পেয়েছিলেন জামায়াতের প্রার্থীরা। এরপর ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনেও এই দুটি আসনে জামায়াতকে সমর্থন দিয়েছিল বিএনপি। এর মধ্যে ১৮ সালের নির্বাচনে নিবন্ধন বাতিল হওয়ায় জামায়াতের প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এবার খুলনা ৬ টি আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দা করছেন। ইতোমধ্যে তারা গণসংযোগ লিফলেট বিতরণ উঠান বৈঠক ভোটার সমাবেশ ভোট কেন্দ্র প্রতিনিধি সমাবেশ ও ছাত্র-যুব সমাবেশ করেছে। পোস্টার প্লাকার্ড ও ব্যানারে ছেয়ে গেছে খুলনার ছয়টি আসনের নির্বাচনী এলাকা। খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) বটিয়াঘাটা উপজেলা জামায়াতের আমির শেখ আবু ইউসুফ, খুলনা-২ আসনে (সদর-সোনাডাঙ্গা) কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এবং খুলনা-৩ আসনে (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী, আড়ংঘাটা ও যোগীপোল ইউনিয়ন) কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান। এর আগে খুলনা-৪ আসনে (রূপসা-দিঘলিয়া-তেরখাদা) খুলনা জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, খুলনা-৫ আসনে (ডুমুরিয়া-ফুলতলা) জামায়াতের সেক্রেটারি জেনারেল ও এই আসনের সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং খুলনা-৬ আসনে (কয়রা-পাইকগাছা) কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদের নাম ঘোষণা করা হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button