বিভিন্ন স্থানে বিশ্ব শিক্ষক দিবস পালন

প্রবাহ ডেস্ক
উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে বিভিন্ন স্থানে বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানোর বিস্তারিত সংবাদ।
কয়রা
কয়রা উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় কয়রা সদরে এ উপলক্ষে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। প্রধান শিক্ষক মোঃ আমির আলীর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী শেখ সাইফুল্লাহ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, সিনিয়র সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্যাহ, ঘুঘরাকাটি ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দীন, কালনা মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাবাজ হোসেন, মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের শিক্ষক মোঃ আনিসুজ্জামান প্রমুখ।
অভয়নগর
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় চত্বরে র্যালি ও অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় র্যালি ও আলোচনা সভার সভাপতিত্ব করেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান। প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল ফারুক। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি সেলিম ইকবাল, সাধারণ সম্পাদক মহিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল গফ্ফার শেখ, সাধারণ সম্পাদক জাকারিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা কলেজ শিক্ষক সমিতির জনসংযোগ সম্পাদক গাজী আবুল হোসেন। অনুষ্ঠান শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। তবে উপজেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজকের এই দিবসে অনেক শিক্ষক অংশগ্রহণ করেনি। দুইশত শিক্ষক উপস্থিত হওয়ার কথা থাকলেও উপস্থিত ছিলেন একশ জন প্রায়। বাকিরা কেনো আসেনি তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
দিঘলিয়া
দিবসটি উপলক্ষে দিঘলিয়া উপজেলা শিক্ষা দপ্তরের আয়োজনে সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ মোঃ ফরহাদ হোসেন, এ্যাপেক্স বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন লস্কর, ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা সাজ্জাদুল ইসলাম, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: শফিকুল ইসলাম, সেনহাটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিক হাবিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-শিক্ষিকামন্ডলী।
কেশবপুর
দিবসটি উপলক্ষে রাববার সকালে উপজেলা বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপজেলা সহকারী শিক্ষা অফিসার (প্রাথমিক) হারুনর রশিদ।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদের সভাপতিত্বে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওই সভায় আরো বক্তব্য রাখেন কেশবপুর সরকারী ডিগ্রী কলেজের শিক্ষক প্রভাষক আব্দুল হান্নান, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তালেব, কেশবপুর বাহরুল উলুম কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর মাওলানা মোঃ নুরুল ইসলাম, উপজেলা নি¤œ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক এবং কর্মচারী কল্যাণ সমিতির সহ-সভাপতি আহসান হাবিব মোল্যা, উপজেলা মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মাওলানা আব্দুস সামাদ, কাল্ব এর উপজেলা সভাপতি রেজাউল ইসলাম, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি আবু হাসান, সহকারী শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি আব্দুস সালাম, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির শিক্ষার্থী আনিকা জামান প্রাপ্তি প্রমুখ। এর কেশবপুর শহরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
ঝিনাইদহ
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরাসহ শিক্ষকরা বক্তব্য রাখেন। সেসময় বক্তারা বলেন, শিক্ষকদের হাতেই গড়ে ওঠে জাতির ভবিষ্যৎ। তাই তাদের মর্যাদা রক্ষা ও দক্ষতা উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিকতায় গড়ে তুলতে প্রতিটি শিক্ষককে এগিয়ে আসতে হবে। অপর দিকে কালীগঞ্জে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহিন আলম।
মণিরামপুর
দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। উপজেলা শিক্ষক উদযাপন কমিটির আহবায়ক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবু মুত্তালিব আলম, মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদ, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমান, সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তছির উদ্দিন, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মমিমুনর রহমান, প্রধান শিক্ষক হামিদুল ইসলাম, মাকসুদুর রহমান, সহকারি শিক্ষক বিপ্লব কুমার দে প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন। সার্বিক অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ মাসুদ হোসেন। আলোচনা সভার পূর্বে একটি র্যালী পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।