কয়রায় অসুস্থ পিতাকে বেধড়ক মারপিট করার প্রতিবাদে পুত্রের সংবাদ সম্মেলন

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের পল্লীতে অসুস্থ পিতাকে বেধড়ক মারপিট করে আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কালিকাপুর গ্রামের ইউনুছ গাজীর পুত্র মোঃ নয়ন গাজী। রবিবার বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, গত শনিবার সকালে সংসারীক কাজের জন্য আমার পিতা ইউনুছ গাজী বাড়ি হতে বাহির হয়। বাহির হওয়ার পর আমাদের প্রতিপক্ষ আকবার মোড়ল আমার পিতাকে অহেতুক গালিগালাজ করতে থাকে। কোন কারণ ছাড়া এ ধরনের ব্যবহারের বিষয়টি নিয়ে আমার পিতা প্রতিবাদ জানায়। এ সময় ক্ষিপ্ত হয়ে আকবার সহ তার পরিবারের লোকজন আমার পিতাকে অহেতুক বেদম মারপিট করে আহত করে। এমনকি আমার অসুস্থ এই পিতাকে বুকে পিটে লাথি মারার কারণে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে। তার অবস্থা বেগতিক দেখে আমার পিতাকে চিকিৎসা করার জন্য কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করি। তিনি আরও বলেন আশ্চর্য বিষয় হলো যে, আকবার গংদের কিছু না হলেও তারা আমাদের ফাসাতে আগেভাগেই থানা পুলিশের নিকট অভিযোগ করার পাশাপাশি আকবার মোড়ল নিজে হাসপাতালে ভর্তি হয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার পায়তারা চালাচ্ছে। আমার পিতাকে ইতিপুর্বে কিডনি জনিত কারণে ২ বার অপারেশন করা হয়। সেই থেকে তিনি বাড়িত অসুস্থতা অবস্থায় জীবন যাপন করছে। তার পরেও তাকে বেধড়ক মারপিট করায় তিনি গুরুত্বর অবস্থায় অসুস্থ রয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত ঘটনাটি উদঘাটন করে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।